AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coffee on ISS: পৃথিবী থেকে 400 কিমি উপরে মহাশূন্যে কফির কাপে চুমুক নভোচারীর, তবে পদ্ধতি বেশ অভিনব

European Space Agency: ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ভিডিয়ো শেয়ার করেছে। ভিডিয়োটিতে আইএসএস-এ থাকা একজন নভোচারীর কফি খাওয়ার প্রক্রিয়াকে দেখানো হয়েছে। মহাকাশচারীর নাম সামান্থা ক্রিস্টোফোরেটি।

Coffee on ISS: পৃথিবী থেকে 400 কিমি উপরে মহাশূন্যে কফির কাপে চুমুক নভোচারীর, তবে পদ্ধতি বেশ অভিনব
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 7:00 PM
Share

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS), যা কি না পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে অবস্থিত। পৃথিবীর চারপাশে ঘোরে। এক কথায় এটি বিজ্ঞানীদের আরও একটি বাড়ি। নভোচারীরা বছরের পর বছর সেখানে থেকে বিভিন্ন গবেষণা চালিয়ে আসছেন। খুব স্বাভাবিকভাবেই মাধ্যাকর্ষণ শক্তির অস্তিত্ব নেই। ফলে সেখানে থাকা যে খুব সুখকর, তা কিন্তু একেবারেই নয়। এমনকি জল খাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে তাদের কাছে। তবে কথায় আছে না, সব কিছুই অভ্যাসের দাস। কিন্তু নভোচারীদের কাছে অভ্যাসও হার মানে। কিন্তু প্রতি মুহূর্তে তাদের বাঁচিয়ে রাখে বিভিন্ন রকম প্রযুক্তি। জল খাওয়া থেকে শুরু করে চুল-দাড়ি কাটা, সব কিছুর জন্যই ব্য়বহার করা হয় বিভিন্ন রকম প্রযুক্তি। আর এত কিছুর মধ্যেও ঘুম থকে উঠে সকালের কফি একবারেই মিস করেন না তাঁরা। কিন্তু কফিও খান এক অভিনব পদ্ধতিতে। আইএসএস থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে একজন মহিলা মহাকাশচারীকে কফি খেতে দেখা যাচ্ছে। তার কফি খাওয়ার পদ্ধতি দেখলে আপনি চমকে উঠতে বাধ্য।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি ভিডিয়ো শেয়ার করেছে। ভিডিয়োটিতে আইএসএস-এ থাকা একজন নভোচারীর কফি খাওয়ার প্রক্রিয়াকে দেখানো হয়েছে। মহাকাশচারীর নাম সামান্থা ক্রিস্টোফোরেটি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছোট্ট বোতলে কফি ঢালাটাই কতটা কঠিন। তারপরে তো খাওয়ার প্রসঙ্গ। একটি ব্যাগ থেকে কোনও মতে বোতলে কফিটা ভরতে পারলেন। তারপরে খেতে চাইলেও পারলেন না। কিন্তু উপায় কী? খেতে তো হবেই। তাই তার জন্য তৈরি করা হয়েছে একটি অভিনব কাপ, যা শূন্য মাধ্যাকর্ষণেও কাজ করবে। সেটিতে কফি ঢালার সঙ্গে সঙ্গেই তিনি খেয়ে ফেলতে পারলেন। ভিডিয়োটি শেয়ার করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি লিখেছে, “আমাদের মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি দেখালেন কীভাবে তিনি মহাকাশে তার সকালের কফি খান।” এই পোস্টটি এখনও পর্যন্ত হাজার হাজার ভিউ হয়েছে।

এই পোস্টে অনেকে অনেক কমেন্টও করেছে। এক ব্যক্তি লিখেছে, “এগুলো থেকেই আমরা জানতে পারি মহাকাশে এবং পৃথিবীর বাইরে জীবন কেমন। তবে সামান্থা যে কফির পাত্রে ব্যবহার করছেন, তা NASA ডিজাইন করেছে। এগুলি এমন এক ধরনের পাত্র, যা মহাকাশচারীদের যে কোনও তরল জাতীয় জিনিস খেতে সাহায্য করে।”