Agni Prime Missile Launch: প্রবল শক্তিশালী অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষা করল ভারত, একসঙ্গে ধ্বংস হবে অনেক টার্গেট

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 09, 2023 | 8:30 AM

Agni Prime Ballistic Missile: অগ্নি প্রাইম মিসাইল হল অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ওজন 11000 কেজি। এই ক্ষেপণাস্ত্রের 2000 কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

Agni Prime Missile Launch: প্রবল শক্তিশালী অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষা করল ভারত, একসঙ্গে ধ্বংস হবে অনেক টার্গেট

Follow Us

Latest Science News: ভারত বৃহস্পতিবার ওড়িশা উপকূলের একটি দ্বীপ থেকে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম (Agni Prime)’-কে উৎক্ষেপণ করা হয়েছে পরীক্ষার জন্য। সেই পরীক্ষা সফলও হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO) কর্মকর্তা এ কথা জানান। ডাঃ এপিজে আবদুল কালাম উপকূলে ‘অগ্নি প্রাইম’-এর পরীক্ষা করা হয়েছে। কর্মকর্তাদের মতে, ‘অগ্নি প্রাইম’-এর আগে তিনটি পরীক্ষা হয়েছিল। সেই সবক’টিতে সফল হওয়ার পর এটিকে সন্ধ্যা 7:30 টায় পরীক্ষা করা হয়। ফ্লাইট ডেটা ক্যাপচার করতে দুটি ডাউন-রেঞ্জ ভেসেল সহ বিভিন্ন স্থানে টার্মিনাল পয়েন্টে রাডার, টেলিমেট্রি এবং ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মতো রেঞ্জ ইন্সট্রুমেন্টেশন স্থাপন করা হয়েছিল। আর তাতেও সফল হয় ক্ষেপণাস্ত্রটি। প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল বিবৃতি অনুসারে, ক্ষেপণাস্ত্রের ফ্লাইট পরীক্ষার সময় সমস্ত উদ্দেশ্য সফল হয়েছে।

কী বললেন DRDO-র প্রধান?

ডঃ সমীর ভি. কামাত, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিওর চেয়ারম্যান, ডিআরডিও পরীক্ষার দলকে প্রশংসা করেছেন। ডিআরডিও এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফল ফ্লাইট পরীক্ষা প্রত্যক্ষ করেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, সফল ফ্লাইট পরীক্ষাটি ডিআরডিও এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যক্ষ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং, নিউ জেনারেশন ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি প্রাইম’-এর সফল এবং কপি-বুক পারফরম্যান্সের জন্য DRDO এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।


ভারত ‘অগ্নি’ সিরিজের ক্ষেপণাস্ত্রের বিভিন্ন রূপ তৈরি করেছে। 2022-এর ডিসেম্বরে, ভারত সফলভাবে অগ্নি-5 পরীক্ষা করেছিল। এটি একটি পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা 5,000 কিলোমিটার দূরের বস্তুকে লক্ষ্য করে আঘাত করতে পারে। অগ্নি 1 থেকে 4 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 700 কিলোমিটার থেকে 3,500 কিলোমিটার।

অগ্নি প্রাইম কী?

অগ্নি প্রাইম মিসাইল হল অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ওজন 11000 কেজি। এই ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। 34.5 ফুট লম্বা ক্ষেপণাস্ত্রটিকে এক বা একাধিক টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল (MIRV) ওয়ারহেডের সঙ্গে লাগানো যেতে পারে। এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।

Next Article