14 জুলাই 2023, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হল চন্দ্রযান-3। যাত্রা শুরু করার পর 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠে অবতরণ করে। তারপরে সে একের পর এক দায়িত্ব পালন করে গিয়েছে। বিভিন্ন তথ্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে পাঠিয়েছে। সুর্যের আলোতে বিক্রম ল্যান্ডার তার সমস্ত কাজ করে এসেছে। কিন্তু ঠিক 14 দিন পর যখন চাঁদে রাত হল, সে তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলল। বিজ্ঞানীদের আশা ছিল আবার হয়তো দিন হতেই জেগে উঠবে বিক্রম। কিন্তু তা আর হল কই! এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎই চিনা মহাকাশ বিজ্ঞানী, ওইয়াং জিয়াউয়ান বলে বসলেন আদতেও চন্দ্রযান-3 চিনের দক্ষিণ মেরুতে পা রাখতে পারেনি।
কিন্তু হঠাৎ কেন এমন দাবি?
জিয়ুয়ান ছিলেন চিনের প্রথম চন্দ্র অভিযানের প্রধান বিজ্ঞানী। তিনি আরও দাবি করেছেন যে, ভারতের চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে বা তার কাছাকাছি অবতরণ করেনি। বিজ্ঞানী চিনা ভাষার সংবাদপত্র সায়েন্স টাইমসকে বলেছেন যে, “অবতরণ স্থানটি, 69 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, যা দক্ষিণ মেরুর কাছে নয়। দক্ষিণ মেরুর সীমা 88.5 থেকে 90 ডিগ্রির মধ্যে।”
চাঁদের দক্ষিণ মেরুকে ঘিরে চিনা বিজ্ঞানীর দাবি কী?
জিয়াউয়ানই প্রথম চিনা বিজ্ঞানী নন যিনি চন্দ্রযান-3-এর অবতরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে বেইজিং-ভিত্তিক মহাকাশ বিশেষজ্ঞ পাং ঝিহাও গ্লোবাল টাইমসকে বলেছিলেন যে, চিন বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি উন্নত। চিনা বিজ্ঞানীর দাবি, চাঁদের দক্ষিণ মেরু কোথায় রয়েছে তা আগে জানা প্রয়োজন। চিনা বিজ্ঞানী জিয়াউয়ান বলেন, “চাঁদ যেহেতু 1.5 ডিগ্রি বাঁকা, তাই এর দক্ষিণ মেরুর ক্ষেত্রফল পৃথিবীর চেয়ে অনেক ছোট।” আমেরিকান মহাকাশ সংস্থা নাসার মতে, চাঁদের দক্ষিণ অঞ্চল 80 থেকে 90 ডিগ্রির মধ্যে রয়েছে। যেখানে চিনা বিজ্ঞানীরা দাবি করছেন যে, এটি 88.5 থেকে 90 ডিগ্রির মধ্যে যা খুবই ছোট। একই সঙ্গে চিনের হংকং ইউনিভার্সিটির মহাকাশ গবেষণা ল্যাবরেটরি চিনা বিজ্ঞানী জিউয়ানের দাবি প্রত্যাখ্যান করেছে।