Fossils Of Sea Creature: জিরাফের মতো লম্বা গলা, দেহ যেন কচ্ছপ! 8 কোটি বছর আগের জীবাশ্ম উদ্ধার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 28, 2023 | 5:41 PM

Fossils Of Marine Creature: এই প্রাণীগুলি সামুদ্রিক সরীসৃপ, যা 45 ফুট পর্যন্ত লম্বা বলে জানিয়েছেন জীবাশ্মবিদরা। live Science-এর এক প্রতিবেদন অনুযায়ী, পাথরের উপর এই প্রাণীদের একটি মেরুদণ্ড রয়েছে।

Fossils Of Sea Creature: জিরাফের মতো লম্বা গলা, দেহ যেন কচ্ছপ! 8 কোটি বছর আগের জীবাশ্ম উদ্ধার

Follow Us

সাইক্লোনের ধ্বংসাবশেষ যারা দেখেছে, একমাত্র তারাই জানে এর রূপ। যে কোনও জায়গায় হওয়া ঘূর্ণিঝড়ই সাধারণ মানুষের থেকে অনেক কিছু কেড়ে নেয়। কিন্তু বিজ্ঞানীরা ধ্বংসস্তুপের মধ্য়েও নতুন কিছুর সন্ধান পান। সেই মতোই সম্প্রতি নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের পর 80 মিলিয়ন (8 কোটি) বছরের পুরনো একটি বিশাল সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের পর এই জীবাশ্ম পাওয়া যায়। তবে বিজ্ঞানীরা এখন সেই বিষয়ে তথ্য প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের মাউঙ্গাতানিওয়া নেটিভ ফরেস্টে দীর্ঘক্ষণ ধরে ঘূর্ণিঝড়টি চলে। এই কারণে পাহাড়ি নৌপথ সম্পূর্ণ জলে ভরে যায়, ফলে আশপাশেরও পাথর উপড়ে পড়ে। তারপরে চলতি বছরের মার্চ মাসে সেই একই জায়গায় আরও একটি জীবাশ্মের সন্ধান পান জীবাশ্মবিদরা। তাদের মতে, দু’টি নতুন আবিষ্কৃত জীবাশ্ম ইলাসমোসরাসের প্রজাতি হতে পারে।

এই প্রাণীগুলি সামুদ্রিক সরীসৃপ, যা 45 ফুট পর্যন্ত লম্বা বলে জানিয়েছেন জীবাশ্মবিদরা। Live Science-এর এক প্রতিবেদন অনুযায়ী, পাথরের উপর এই প্রাণীদের একটি মেরুদণ্ড রয়েছে। জীবাশ্মবিদদের দলটি তারপরে আরও একটি নতুন জীবাশ্ম খুঁজে পেয়েছে, যার নাম মোসাসর। ডাইনোসরের সময়ে এই প্রাণীরা সমুদ্রের সেরা শিকারী ছিল। এর আগেও নিউজিল্যান্ডে মোসাসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে। 2015 সালে মাঙ্গাহোঙ্গা স্রোতে একটি দাঁতের জীবাশ্ম এবং একটি আংশিক চোয়ালের হাড় আবিষ্কৃত হয়েছিল। সেই বিষয়েও দীর্ঘদিন ধরে জীবাশ্মবিদরা গবেষণা চালিয়েছেন।

ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা?

গ্যাব্রিয়েল একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা চলতি বছরের 12 থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপকে ধ্বংস করেছে। এটি 1968 সালের পর নিউজিল্যান্ডে আঘাত হানা সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড়। এতে 11 জনের মৃত্যু হয়। ইনস্টিটিউট অফ জিওলজিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার সায়েন্স লিমিটেডের তরফে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, “পাহাড়ি অঞ্চলের নদীগুলিতে জীবাশ্ম পাওয়া গিয়েছে। আর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ফলে বর্তমানে সেসব নদীর থমথমে অবস্থা। নদীগুলি থেকে বেশিরভাগ পাথর উঠে এসেছে। তার মধ্য়েই একটি পাথরে 80 মিলিয়ন বছর পুরনো এই বিশাল সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছে।”

ইলাসমোসরাস জলের শিকারী:

ইলাসমোসরাসের খুব লম্বা গলা ছিল। শরীরের অর্ধেকের বেশি তাদের গলা ছিল। লম্বা ঘাড় 70 টিরও বেশি কশেরুকা দিয়ে তৈরি, যার কারণে এটি নমনীয় ছিল। এ কারণে তারা সব দিক দিয়ে শিকার করতে পারত। এই প্রাণীটির দেহ সমুদ্রের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। এটিতে চারটি বড় ফ্লিপার ছিল, যার ফলে জলে দ্রুত সাঁতার কাটতে পারত। এদের গরন আজকের সামুদ্রিক কচ্ছপের মতোই অনেকটা।

Next Article