Latest Science News: কয়েক হাজার বছর আগের কোনও কিছুর সন্ধান যখন বিজ্ঞানীরা পান, তখন তা দেখে বিশ্ববাসীর মুগ্ধ হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই এক গুহার খোঁজ পেলেন বিজ্ঞানীরা। ফ্রান্সের ইন্দ্রে-এ-লোয়ার অঞ্চলের ল্যাঙ্গেইসে, গুহা লা রোচে কোটার্ডে (এক ধরনের নরখাদকের প্রজাতি) মানুষের পূর্বপুরুষের প্রমাণ পাওয়া গিয়েছে, যা কি না 57 হাজার বছর আগের। গবেষণায় বলা হয়েছে, সম্ভবত এই পূর্বপুরুষরা বেঁচে থাকার জন্য একে অপরকে হত্যা করে খেয়ে ফেলতেন। সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কেনিয়ায় পাওয়া আধুনিক মানুষের পূর্বপুরুষের 1.45 মিলিয়ন বছর আগের একটি বাঁ পা সনাক্ত করা হয়েছে, যার উপর 9টি কাটা দাগ পাওয়া গিয়েছে। মানব ইতিহাসের এই প্রাচীনতম নরখাদক সম্পর্কে বিজ্ঞানীরা আর কী জানাচ্ছেন?
নরখাদক কাদের বলে?
নরখাদক অর্থাৎ যাদের আরও একটি পরিচিত নাম হল মানুষখেকো। মানুষখেকো বলতে সেই সব প্রাণীদের বোঝায়, যারা মানুষ শিকার করে। তারপরে তাদের ভক্ষণ করে, নিজেদের খিদে মেটানোর জন্য। ইতিহাসের বিভিন্ন পাতায় নরখাদকের কথা বার বার উঠে এসেছে। অবশ্য মৃতদেহ ভক্ষণকে নরখাদকবৃত্তির মধ্যে ধরা হয় না। যদিও অনেক প্রকার জন্তুই মানুষকে আক্রমণ করে থাকে, কিন্তু মানুষখেকো বলতে কেবলমাত্র সেই সকল মানুষকেই বোঝায়, যারা নরমাংস খেয়ে জীবন যাপন করে।
গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা কী পেয়েছেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ানস ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি-এর গবেষকরা জানিয়েছেন, যে 9টি কাটা দাগ পাওয়া গিয়েছে,সেই কাটা দাগগুলি পাথরের হাতিয়ারের ক্ষতির কারণে হয়েছে বলেই মনে হচ্ছে। এটি এমন এক নরখাদকের প্রজাতি, যা সবচেয়ে প্রাচীন।
কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন, এখনই এটিকে পুরোপুরিভাবে নরখাদক বলা যাবে না। কারণ চূড়ান্তভাবে নিশ্চিত করার জন্য যথেষ্ট প্রমাণ নেই। এটি মানুষ ভক্ষণকারী অন্য কোনও প্রাণীও হতে পারে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পাথরের হাতিয়ার তৈরিতে কোনও প্রজাতি এই হাড় ব্যবহার করছিল কি না, তা নিশ্চিত করা কঠিন।