Hybrid Solar Eclipse 2023 Time: সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণ এই সব বিষয় নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। নির্দিষ্ট সময় মেনে সেই দৃশ্য়ের সাক্ষী হন অসংখ্য মানুষ। মনে আছে সেই 1995 সালের 24 অক্টোবরের দৃশ্য়? পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন। ঘটনাটা কেবলমাত্র ওই দশকেরই নয়, বরং শতাব্দীর বিরলতম ঘটনা ছিল। দিনের বেলায় পাখিরা তাদের বাসায় স্থান নিয়েছিল। অন্ধকার হয়ে গিয়েছিল চোখের পলকে। সমস্ত মহাজাগতিক ঘটনা পৃথিবীর সব দেশ থেকে একই সঙ্গে দেখা যায় না। তবে ভারত তার সাক্ষী ছিল। আবারও কি তবে সেই দৃশ্য দেখবে দেশবাসী? কারণ 2023 সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে। তথ্য অনুসারে, 20 এপ্রিল, 2023-এ ভারত ও প্রশান্ত মহাসাগরের কিছু অঞ্চলে একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। অনেকের মনেই প্রশ্ন এই সূর্যগ্রহণ ভারতেও দেখা যাবে কি না। আর দেখা গেলেও এর সময় কী হবে? কীভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অন্যান্য সূর্যগ্রহণ থেকে আলাদা? এই ধরনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কী?
যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। সেক্ষেত্রে চাঁদ পুরোপুরি সূর্যের আলোকে ঢেকে দেয়। ফলে কিছুক্ষণের জন্য সূর্যের আলো দেখতেই পাওয়া যায় না। তখন দিনের বেলায় নেমে আসে অন্ধকার।
কীভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অন্যান্য সূর্যগ্রহণ থেকে আলাদা?
সাধারণ সূর্যগ্রহণে সূর্য, চাঁদ এবং পৃথিবী সম্পূর্ণ বা আংশিকভাবে একটি সরলরেখায় থাকে। তারা কীভাবে সারিবদ্ধ হয় তার উপর নির্ভর করে, গ্রহণের দৃশ্য কেমন হবে। মার্কিন মহাকাশ সংস্থার মতে, চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে যায় তখন সূর্যগ্রহণ হয়। এটি পৃথিবীতে একটি ছায়া ফেলে, যা কিছু এলাকায় সম্পূর্ণ বা আংশিকভাবে সূর্যালোককে দেখা যায়। কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটু ভিন্ন। এতে সূর্য সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়।
দিনের কোন সময়ে দেখতে পাবেন এই সূর্যগ্রহণ?
আগামী 20 এপ্রিল 2023 বৃহস্পতিবার, ভারতীয় সময় অনুসারে সকাল 7টা বেজে 4 মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণ ছাড়বে বেলা 12টা বেজে 29 মিনিটে। মোট 5 ঘণ্টা 24 মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। NASA-র মতে ভারত থেকে এই গ্রহণ অনায়াসে দেখা যাবে। বিজ্ঞানীদের মতে, এ ধরনের জ্যোতির্বিদ্যার ঘটনা 100 বছরে একবার ঘটে। তবে ভারত ছাড়াও অ্যান্টার্কটিকা, থাইল্যান্ড, চিন, ব্রুনেই, সলোমন, ফিলিপিন্স, তাইওয়ান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া থেকে গ্রহণ দেখা যাবে।