Gaganyaan: কাউন্টডাউন শুরু, 7 দিন ধরে মহাকাশে ঘোরার প্রস্তুতিতে ভারতের ‘গগনযান’

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 02, 2023 | 6:43 PM

Science Latest News: ‘গগনযান’2024 সালের শেষ ভাগে উৎক্ষেপণ করা হবে বলে জানা গিয়েছে। এটি দেশের প্রথন হিউম্যান স্পেশফ্লাইট মিশন (Human Space Flight Mission)।

Gaganyaan: কাউন্টডাউন শুরু, 7 দিন ধরে মহাকাশে ঘোরার প্রস্তুতিতে ভারতের গগনযান

Follow Us

India’s First Human Flight Mission: ভারতের প্রথম মানব ফ্লাইট মিশন ‘গগনযান’ চালু করার সময়সীমা আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে যে মনুষ্যবাহী মিশনটি উৎক্ষেপণের জন্য় নতুন সময়সীমা তৈরি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ‘গগনযান’ মিশন হওয়ার কথা ছিল 2021 সালের ডিসেম্বর মাসে। তারপর বিভিন্ন কারণে মিশনটি উৎক্ষেপণ হওয়া থেকে পিছিয়েছে। ‘গগনযান’2024 সালের শেষ ভাগে উৎক্ষেপণ করা হবে বলে জানা গিয়েছে। এটি দেশের প্রথন হিউম্যান স্পেশফ্লাইট মিশন (Human Space Flight Mission)।

এ বিষয়ে কেন্দ্রীয় মহাকাশ মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, 2024 সালের শেষের দিকে ক্রবিহীন (এমন একটি মহাকাশযান, যেখানে কোনও নভশ্চর থাকবে না) ‘G1’ মিশনটি উৎক্ষেপণের কথা ভাবা হয়েছে এবং 2024 সালের মাঝামাঝি সময়ে মানব মহাকাশ ফ্লাইট ‘H1’ মিশনটি উৎক্ষেপণ করা হবে। ইসরোর গগনযান প্রকল্পের উদ্দেশ্য হল, মহাকাশে তিন সদস্যের একটি দল যাবে, যাঁরা সাত দিন মহাকাশে কাটাবেন। প্রসঙ্গত, 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম এই গগনযান মিশনের কথা ঘোষণা করেছিলেন।

ভারতের স্বাধীনতার 75 তম বছর উপলক্ষে গগনযান মিশনটি মূলত এই বছর উৎক্ষেপণ করার কথা ছিল। তবে, করোনা মহামারী এবং একের পর এক লকডাউনের কারণে এটি বেশ কয়েক বার বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। 2021 সালের ডিসেম্বরে মহাকাশ মন্ত্রী বলেছিলেন, 2023 সালে মনুষ্যবাহী এই মিশন চালু করা হবে। কিন্তু ফের তা বদলে 2024 সালের শেষ ভাগে সময়সীমা নির্ধারন করা হয়েছে।

মহাকাশ মন্ত্রী জিতেন্দ্র সিং আরও জানান, মানব মহাকাশ ফ্লাইট মিশনের জন্য বেশ কিছু নভশ্চরদের (gagannaut নামকরন করা হয়েছে) মনোনীত করা হয়েছে এবং বর্তমানে তারা বেঙ্গালুরুতে তাদের মিশনের জন্য় প্রশিক্ষণ নিচ্ছেন। গগননাটের প্রশিক্ষণের প্রথম সেমিস্টার সম্পন্ন হয়েছে।

 

Next Article