ISRO EOS-3 Launch : ইসরোর নতুন স্যাটেলাইট লঞ্চ হচ্ছে, যা ভারতের দৈনিক ৪ থেকে ৫ টি ছবি পাঠাতে সক্ষম হবে

ISRO-এর প্রস্তুতি প্রায় শেষ। ১২ অগাস্ট EOS-3 পাড়ি দেবে GSLV F-10-এ ভারতীয় সময় ভোর ৫ঃ৪৩ এ।

ISRO EOS-3 Launch : ইসরোর নতুন স্যাটেলাইট লঞ্চ হচ্ছে, যা ভারতের দৈনিক ৪ থেকে ৫ টি ছবি পাঠাতে সক্ষম হবে

| Edited By: উত্‍সা হাজরা

Aug 07, 2021 | 9:51 AM

ISRO-এর প্রস্তুতি প্রায় শেষ। ১২ অগাস্ট EOS-3 পাড়ি দেবে GSLV F-10-এ ভারতীয় সময় ভোর ৫ঃ৪৩ এ।

 

শ্রীহরিকোটার সতিশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে GSLV এই স্যাটেলাইটটি নিয়ে মহাকাশে পাড়ি দেবে। স্যাটেলাইটটিকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অর্বিটে স্থাপন করা হবে। রকেট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর স্যাটেলাইটটি তাঁর নিজের চালকশক্তির মাধ্যমে নির্দিষ্ট জায়গায় নিয়োজিত হবে।

GSLV রকেটটি এই স্যাটেলাইটকে নিয়ে যাবে ৪ মিটারের Ogive আকৃতির পেলোড ফেয়ারিংয়ে, যা প্রথমবার এই রকেটে নিয়োগ করা হয়েছে। এর আগে এই ফেয়ারিং ১৩ টি স্যাটেলাইট নিয়োগের কাজে সফল হয়েছে।

এই EOS-3 স্যাটেলাইটটি প্রাকৃতিক দুর্যোগের প্রায় রিয়েল টাইম অনুবেক্ষণ করতে সক্ষম হবে। স্যাটেলাইটটি দিনে ৪ থেকে ৫ বার ভারতের ছবি পাঠাবে। যা দেখে পরিবেশের এবং আবহাওয়ার পরিবর্তনের অনুমান করা সম্ভব হবে। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানান যে, EOS-3 শুধু আবহাওয়ার পরিবর্তনই নয়, জলে বসবাসকারী বিভিন্ন প্রাণীর, শস্যাদি, সবজির অনুকূল পরিবেশ এবং অরণ্যের বিভিন্ন পরিবর্তনের ওপরও নজর রাখবে।