Space Flower: মহাকাশে ফুল ফোটাল NASA, কীভাবে হল অসাধ্য সাধন, দেখুন অবাক চোখে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 22, 2023 | 6:00 PM

Zinnia Space Flower: মার্কিন মহাকাশ সংস্থা নাসা 2015 সালে মহাকাশে ফুল চাষ শুরু করে। তার ফলাফল এত বছরে লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। জিনিয়া নামক একটি গাছ লাগিয়েছিলেন। সেই গাছেই ফুল ফুটেছে। সেই উদ্ভিদের ছবি প্রকাশ করেছে নাসা।

Space Flower: মহাকাশে ফুল ফোটাল NASA, কীভাবে হল অসাধ্য সাধন, দেখুন অবাক চোখে

Follow Us

NASA News: বিজ্ঞানীদের পক্ষে যে প্রায় সবই সম্ভব, একথা বললে খুব একটা ভুল কিছু বলা হবে না। চাঁদ বা মঙ্গলে মানুষ নিয়ে যাওয়া থেকে বিভিন্ন গ্রহে প্রাণের সন্ধান করা, সব কিছুই ভবিষ্যতে সম্ভব। মহাকাশ গবেষণা সংস্থাগুলি পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহগুলিতে বসবাসেরও পরিকল্পনা করছে। এতে নভোচারীরা সেই সব গ্রহে থেকেই তাদের গবেষণা সম্পূর্ণ করতে পারবে। কিন্তু তাই বলে মহাকাশে চাষাবাদ হবে? শুনেই কেমন কাল্পনিক বলে মনে হল না? না কোনও কাল্পনিক ভাবনা নয়। বরং এমনটা করে ফেলেছেন বিজ্ঞানীরা। ভাবছেন তো আসল ঘটনাটা কী? মার্কিন মহাকাশ সংস্থা নাসা 2015 সালে মহাকাশে ফুল চাষ শুরু করে। তার ফলাফল এত বছরে লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। জিনিয়া নামক একটি গাছ লাগিয়েছিলেন। সেই গাছেই ফুল ফুটেছে। সেই উদ্ভিদের ছবি প্রকাশ করেছে নাসা। ছবি দেখে বিশ্ববাসীর চোখ কপালে উঠেছে। কখনও ভাবতে পেরেছিলেন মহাকাশে ফুল ফুটবে? এই অসাধ্য সাধন বিজ্ঞানীদের পক্ষেই সম্ভব!

স্পেস এজেন্সি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবিটি শেয়ার করেছে। ছবির ক্যাপশনে লেখা, “জিনিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিভিন্ন পদ্ধতিকে কাজে লাগিয়ে ফোটানো হয়েছে। বিজ্ঞানীরা 1970 সাল থেকে মহাকাশে উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন। যদিও এই পরীক্ষাটি শুরু হয়েছিল 2015 সালে। নাসার মহাকাশচারী কেজেল লিন্ডগ্রেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জিনিয়া বেড়ে ওঠে।” এই বিষয়কে কেন্দ্র করে NASA লিখেছে, “মহাকাশকে অনেকভাবে কাজে লাগানো যেতে পারে। আর সেখানে উদ্ভিদরাও যে বেড়ে ওঠে, তার প্রমাণ পাওয়া গেল। অর্থাৎ পৃথিবীর বাইরে ফসল ফলানো সম্ভব। চাঁদ, মঙ্গল এবং তার বাইরে যে কোনও গ্রহেই সম্ভব হবে।”

নাসার মহাকাশচারীরাও মহাকাশে আরও অনেক ফসল ফলিয়েছেন। এর মধ্যে রয়েছে লেটুস, টমেটো এবং লঙ্কা। ভবিষ্যতে আরও অনেক গাছপালা ISS-এ বেড়ে উঠতে দেখা যাবে। এই ছবিটি বিশ্ববাসীর হুঁশ উড়িয়ে দিয়েছে। NASA-র শেয়ার করা পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্ব জুড়ে প্রচুর মানুষ তাতে কমেন্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “অবিশ্বাস্য! তবে আপনাদের পক্ষেই সম্ভব এমন কাজ।” অন্য একজন ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, “ভবিষ্য়তে আরও অনেক কিছু সম্ভব। আর তার সব কিছুই হবে আপনাদের হাত ধরে।”

কীভাবে মহাকাশে উদ্ভিদ বৃদ্ধি পায়?

বিজ্ঞানীরা মহাকাশে ভেজিটেবল প্রোডাকশন সিস্টেম (Veggie) নামে একটি বাগান তৈরি করেছে, যা মহাকাশ স্টেশনে অবস্থিত। যেখানে বিজ্ঞানীরা ফুল ফোটাচ্ছেন। Veggie-এর মিশন হল মাইক্রোগ্রাভিটিতে উদ্ভিদের বিকাশ ঘটানো। এতে বিজ্ঞানীরা সহজেই মহাকাশে গবেষনার সময় তাজা শাক-সব্জি পাবেন। এই Veggie Garden-এর আয়তন বিমানে যে হ্যান্ড লাগেজ নেওয়া হয়, মোটামুটি তার সমান। এতে 6টি গাছ এঁটে যাওয়ার কথা। প্রতিটি গাছই তার নিজস্ব কুশনিং ব্যবস্থা (cushioning system)-র মধ্যে সার ও মাটির সাহায্যে বেড়ে ওঠে।

Next Article