Alien In Mexico: এলিয়েন আর UFO নিয়ে বড় ঘোষণা করল NASA, এবার কি সামনে আসবে আসল তথ্য?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 15, 2023 | 4:36 PM

Nasa UFO Report: মেক্সিকান পার্লামেন্টে এলিয়েনদের মৃতদেহও দেখানো হয়েছিল, যা সারা বিশ্বে বিতর্কের সৃষ্টি করেছে। বিভিন্ন বিজ্ঞানীদের মতে, এটা কেবলই একটি 'পাবলিসিটি স্টান্ট'। পৃথিবীতে এলিয়েনদের আদতেও কোনও অস্তিত্ব নেই।

Alien In Mexico: এলিয়েন আর UFO নিয়ে বড় ঘোষণা করল NASA, এবার কি সামনে আসবে আসল তথ্য?

Follow Us

পৃথিবীতে এলিয়েনদের উপস্থিতি নিয়ে কৌতূহল বেড়েই চলেছে। এর কারণ আগে যতবারই এলিয়েনদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, আমেরিকা ততবারই এই ধরনের দাবি মেনে নিয়েছে। এবার মেক্সিকান পার্লামেন্টে এলিয়েনদের মৃতদেহও দেখানো হয়েছিল, যা সারা বিশ্বে বিতর্কের সৃষ্টি করেছে। বিভিন্ন বিজ্ঞানীদের মতে, এটা কেবলই একটি ‘পাবলিসিটি স্টান্ট’। পৃথিবীতে এলিয়েনদের আদতেও কোনও অস্তিত্ব নেই। মেক্সিকান সাংবাদিক এবং দীর্ঘদিন ধরে ইউএফও-এর গবেষক জেইম মাউসন, মেক্সিকান সংসদে লাইভ স্ট্রিমিংয় করে এলিয়েনদের মৃতদেহ দেখিয়েছিলেন। সেই দুই লাশের হাত ও পায়ে তিনটি করে আঙুল ছিল।

মাউসন দাবি করেন, এই এলিয়েনদেরকে 2017 সালে পেরুর প্রাচীন নাজকা লাইনের কাছে পাওয়া গিয়েছিল। তিনি আরও দাবি করেছেন যে, পৃথিবীর কোনও প্রজাতির সঙ্গে এই দুই মৃতদেহের কোনও সম্পর্ক নেই। এই সব বিতর্কের মধ্যে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)তাদের মতামত প্রকাশ করেছে। আর তাতেই আরও বড় জল্পনা তৈরি হয়েছে।


নাসা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা এই এলিয়েন বা ইউএফওগুলিকে বৈজ্ঞানিকভাবে খোঁজার চেষ্টা করবে। এর জন্য এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। তবে আমেরিকা ইউএফওকে বিভিন্ন নামে ডাকা শুরু করেছে। একে বলা হয় আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা (UAP – Unidentified Anomalous Phenomena)। 2022-এ নাসা পরীক্ষার জন্য একটি দল গঠন করেছিল। যেখানে নৌবাহিনীর পাইলটরা আমেরিকার পূর্ব ও পশ্চিম উপকূলে কিছু রহস্যময় বিমান দেখতে পেয়েছিলেন। এই উড়োজাহাজের গতি বর্তমান এভিয়েশন টেকনোলজির চেয়ে অনেক বেশি ছিল এবং বিমানের ডিজাইনও ছিল বেশ রহস্যজনক। এর ফলে ফ্লাইটটি কোথা থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, তা জানা যায়নি।

NASA, আনআইডেন্টিফাইড আনইউজ়ুয়াল ফেনমেনন (ইউএপি) বা ইউএফও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাসার প্রধান বিল নেলসন বলেছেন, “আমরা বিশ্বাস করি আমেরিকায় এলিয়েন আছে। তবে যতক্ষণ না এর যথাযথ প্রমান পাওয়া যাচ্ছে, কিছুই বলা যাচ্ছে না। এই অব্যক্ত ঘটনার পিছনে এলিয়েনরা রয়েছে এমন কোনও প্রমাণ নেই, তবে তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।” আর তারপরেই বিভিন্ন মতবিরোধ তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আবার অন্যদিকে, স্কাইনিউজ জানিয়েছে, আমেরিকায় আগেও অনেকবার ইউএপি নিয়ে বিভিন্ন সচেতনতা দেওয়া হয়েছে।

Next Article