অন্ধকার রাতের পরিষ্কার আকাশে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। ঝলমল করছে অসংখ্য তারা, নক্ষত্র। তারা যেন হেঁটে হেঁটে উত্তর দিক থেকে দক্ষিণ আর দক্ষিণ থেকে উত্তর যাচ্ছে। তার মধ্যে ছায়াপথও রয়েছে। ছায়াপথ আসলে লক্ষকোটি নক্ষত্র ও তাদের গ্রহ-উপগ্রহ নিয়ে গঠিত। আপনি দেখতেও পান। এবার আপনার মনে হতেই পারে, পৃথিবী থেকে এত দূরের একটা জিনিস খালি চোখেই দেখা যায়! কী অসাধারণ ও অকল্পনীয় ব্যাপার তাই না? একদমই, অকল্পনীয় ব্যাপার বললে ভুল কিছু বলা হবে না। তবে নাসার স্পেস টেলিস্কোপ সেই সব জিনিসকেই কিন্তু অন্যভাবে দেখে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের-NASA) তাদের হাবল স্পেস টেলিস্কোপ ও স্পিটজার স্পেস টেলিস্কোপ বিভিন্ন ছবি দিয়ে বিশ্ববাসীকে মন্ত্রমুগ্ধ করে। যারা মহাকাশে ঘটে যাওয়া বিভিন্ন অদ্ভুত সব ঘটনা দেখতে ভালবাসে, তাদের জন্য NASA-র এই টেলিস্কোপ বছরের পর বছর ধরে বিভিন্ন উপহার নিয়ে আসে।
আবার সে তার দায়িত্ব পালন করল। হাবল ও স্পিটজার স্পেস টেলিস্কোপ সোমব্রেরো ছায়াপথের একটি অত্যাশ্চর্য ছবি তুলে নাসাকে পাঠিয়েছে। ছায়াপথটি ভারগো ক্লাস্টারের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং তা প্রায় পৃথিবী থেকে 28 মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। নাসা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ছবি সবার সঙ্গে শেয়ার করেছে। আর সেই ছবি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “এখানে সোমব্রেরো গ্যালাক্সি (ছায়াপথ) প্রায় এজ-অন দেখা যাচ্ছে। সর্পিল ছায়াপথটির ব্যাস 50,000 আলোকবর্ষ, আমাদের মিল্কিওয়ে ছায়াপথের প্রায় অর্ধেক। সোমব্রেরো গ্যালাক্সির কেন্দ্রে, বিজ্ঞানীদের অনুমান সেখানে একটি ব্ল্যাক হোল রয়েছে, যা সূর্যের থেকে প্রায় এক বিলিয়ন গুণ বড়।”
ছবিতে, সোমব্রেরো গ্যালাক্সির বাঁ এবং ডান প্রান্তগুলিকে লাল রঙের দেখাচ্ছে। বলয়ের মাঝখানে হলুদ-সবুজ এবং ছায়াপথের কেন্দ্রটি সাদা। তার সঙ্গে মিশে যাওয়া হালকা নীল রঙটি আপনাকে চমকে দিতে বাধ্য।