Rare Cosmic Event: মার্চের আকাশে একাধিক দুর্লভ জিনিসপত্র চাক্ষুষ করতে চলেছেন বিশ্ববাসী। গত শুক্রবার চাঁদের (Moon) গায়ের আলোর বিন্দু দেখে মুগ্ধ হয়েছিলেন তাঁরা। সেই উজ্জ্বল আলোকবিন্দুটি ছিল শুক্র গ্রহ। এবার আকাশের আরও একটি আকর্ষণীয় ঘটনার সম্মুখীন হতে চলেছেন মানুষজন। এই মার্চেই সারিবদ্ধভাবে পাঁচটি গ্রহ কাছাকাছি আসতে চলেছে। রাতের আকাশে চাঁদের খুব কাছাকাছিই থাকবে বৃহস্পতি, বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল এই পাঁচ গ্রহ। পৃথিবী থেকে তাদের খুব এই পাঁচ গ্রহের (5 Planets) সারিবদ্ধ ভাবে অবস্থান খুব স্পষ্ট করেই দেখা যাবে। NASA-র বিজ্ঞানী বিল কুক CBS News-এর কাছে বলেছেন, 28 মার্চ এই গ্রহগুলি রাতের আকাশে সারিবদ্ধ হবে এবং তাদের অ্যালাইনমেন্টটি (Alignment) ‘খুব সুন্দর’ দেখাবে।
ওই বিজ্ঞানী দাবি করেছেন, বৃহস্পতি, বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল গ্রহ রাতের আকাশে অর্ধচন্দ্রের কাছে উপস্থিত হবে। বিরলতম এই ঘটনা বিশ্বের সমস্ত প্রান্ত থেকেই দৃশ্যমান হওয়া উচিত। তবে, আপনি তা দেখতে পাবেন কি না, তা নির্ভর করছে আপনি কোথায় আছেন, তার উপরে। আপনার এলাকায় আকাশ খুব পরিষ্কার থাকলেই আপনি এই ঘটনাটি ভাল করে চাক্ষুষ করতে পারবেন। স্কাই অ্যান্ড টেলিস্কোপ ম্যাগাজ়িনের সিনিয়র কন্ট্রিবিউটিং এডিটর রিক ফিয়েনবার্গ বলছিলেন, “সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপর বাইরে বেরিয়ে আকাশের সেই অংশে তাকান, যেখান থেকে সবে মাত্র সূর্য অস্তমিত হয়েছে। ক্ষীণ বুধের পাশে আরও উজ্জ্বল বৃহস্পতি দেখতে পাবেন আপনি।”
কখন, কোথায় দেখতে পাবেন?
পাঁচটি গ্রহকে একসঙ্গে চাঁদের কাছাকাছি দেখার সবথেকে ভাল সুযোগ আপনি পেতে পারেন মঙ্গলবার। নাসার জ্যোতির্বিজ্ঞানী বিল কুক বলছেন, সূর্য ঠিক যে জায়গা থেকে অস্তমিত হল, সেখানে তাকালেই আপনি এই ঘটনাটি দেখতে পাবেন। গ্রহগুলি দিগন্ত রেখা থেকে রাতের আকাশের প্রায় অর্ধেক পর্যন্ত প্রসারিত হবে। তবে খুব একটা দেরি করা উচিত হবে না বলে জানিয়েছেন ওই জ্যোতির্বিজ্ঞানী। সূর্যাস্তের প্রায় আধ ঘণ্টা পরে বুধ এবং বৃহস্পতি দ্রুত দিগন্তের নিচে ডুবে যাবে। কুক আরও যোগ করে বললেন, “গ্রহের সারিবদ্ধতার সবথেকে মজাদার দিক হল, এগুলি খুব একটা বেশি সময় ধরে স্থায়ী হয় না।”
দূরবীনের প্রয়োজন আছে?
বিল কুক দাবি করেছেন, বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র এই তিনটি গ্রহকে দেখতে পাওয়া বেশ সহজ হবে। কারণ, তারা উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে। শুক্র আকাশের সবচেয়ে উজ্জ্বল জিনিসগুলির মধ্যে একটি হবে এবং মঙ্গল চাঁদের কাছে লাল আভা নিয়ে ঝুলে থাকবে। কুক জানালেন, বুধ ও ইউরেনাসকে খালি চোখে দেখা বেশ জটিল হতে পারে, কারণ তারা ম্লান হবে। সেক্ষেত্রে আপনাকে দূরবীনের ব্যবহার করতে হতে পারে বলে জানালেন এই জ্যোতির্বিজ্ঞানী। কুকের কথায়, আপনি যদি ‘গ্রহ সংগ্রাহক’ হন, তাহলে ইউরেনাসকে খুঁজে পাওয়ার এটাই অন্যতম বিরল সুযোগ। কারণ, ইউরেনাস সাধারণত দৃশ্যমান হয় না। শুক্রের উপরে তার একটি সবুজ আভা দেখা যাবে বলেও তিনি জানিয়েছেন।
এই ঘটনা কি প্রায়শই ঘটে?
বিভিন্ন সময় ও সময়ান্তরে গ্রহের দল আকাশে সারিবদ্ধ হয়। গত বছরও গরমকালে পাঁচটি গ্রহের এরকমই লাইনআপ দেখা গিয়েছিল। চলতি বছরের জুন মাসেও এরকমই আর একটি ভিন্ন ঘটনা দেখা যেতে পারে, তবে সেই গ্রহের সারিবদ্ধতার গঠন সামান্য আলাদা হতে পারে।