Mastermind Of Chandrayaan-3: ভারতের তৃতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-3 সফল ভাবে লঞ্চ করা হল। 14 জুলাই, শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযানটি। 300,000 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই চন্দ্রযান-3 অগস্ট মাসের মাঝামাঝি সময়ে চাঁদে পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “ভারতের মহাকাশ ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে চন্দ্রযান-3। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্নকে সত্যি করার রাস্তায় পাড়ি দিয়েছে। এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফলেই। আমি তাদের ভাবনাচিন্তা এবং বুদ্ধিমত্তাকে স্যালুট জানাই।”
চন্দ্রযান-3 অর্থাৎ ভারতের তৃতীয় চন্দ্রমিশনের নেতৃত্ব যিনি দিলেন, তিনি দেশের ‘রকেট ওম্যান’ ঋতু করিধাল শ্রীবাস্তব। তিনি ISRO-র একজন সিনিয়র বিজ্ঞানী। ভারতের মার্স অরবিটার মিশন (MOM), মঙ্গলযানের ডেপুটি অপারেশন ডিরেক্টর ছিলেন তিনি। এদিন চন্দ্রযান-3 এর সফল উৎক্ষেপণের পরেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, লখনউতে চন্দ্রযান-3 মিশন ডিরেক্টর ঋতু করিধালের পরিবার উদযাপন করছে এবং মিষ্টি বিতরণ করছে। তার কারণ, ISRO-র LVM3 M4 যান সফলভাবে কক্ষপথে চালু করেছে।
#WATCH | Lucknow: Chandrayaan-3 mission director Ritu Karidhal’s family celebrates, and distributes sweets as ISRO’s LVM3 M4 vehicle successfully launched it into orbit.
Chandrayaan-3, in its precise orbit, has begun its journey to the Moon. pic.twitter.com/qcalBIjjN7
— ANI (@ANI) July 14, 2023
ঋতু করিধাল শ্রীবাস্তব সম্পর্কে অজানা কিছু তথ্য
1) ঋতু করিধাল শ্রীবাস্তব, ISRO-র একজন সিনিয়র বিজ্ঞানী এবং ভারতের মার্স অরবিটার মিশন (MOM), মঙ্গলযানের ডেপুটি অপারেশন ডিরেক্টর। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা লখনউতে।
2) তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজ়েশন (ISRO)-এর একজন বিশিষ্ট বিজ্ঞানী। 1996 সালে লখনউ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি করেন। তারপরে তিনি বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) এর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে MTech করেন।
3) মার্স অরবিটার মিশন (মঙ্গলযান) এবং অন্যান্য মহাকাশ মিশনে কাজের জন্য তিনি ভারতের ‘রকেট ওম্যান’ হিসেবে পরিচিতি পান। হিসাবে পরিচিত।
4) 1997 সালে ISRO-তে যোগদান করেন ঋতু করিধাল শ্রীবাস্তব। তাঁর কাজের জন্য 2007 সালে ISRO ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, 2015 সালে MOM-এর জন্য ISRO টিম অ্যাওয়ার্ড, ASI টিম অ্যাওয়ার্ড এবং 2017 সালে অ্যারোস্পেসে উইমেন অ্যাচিভারস সহ বেশ কয়েকটি পুরস্কার পান।
5) ইঞ্জিনিয়ার হিসেবে তিনি অনন্য প্রতিভার আধিকারী, একজন নিবেদিতপ্রাণ নেতা, ভারতের মহাকাশ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
6) আন্তর্জাতিক এবং জাতীয় প্রকাশনায় 20টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন।
7) একাধিক মর্যাদাপূর্ণ মিশনে কাজ করেছেন যার মধ্যে রয়েছে, The Mars Orbiter Mission (Mangalyaan), The Chandrayaan-1 Mission, The Chandrayaan-2 Mission, The GSAT-6A মিশন, GSAT-7A মিশন।