রাজস্থানের জয়সলমেরে তৃণভোজী ডাইনোসর সম্পর্কে বিজ্ঞানীরা এক বিরাট আবিষ্কার করেছেন। আইআইটি রুরকি এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) জয়সলমের জেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে জেথওয়াই এলাকায় 16.7 মিলিয়ন বছর বয়সী বিশ্বের প্রাচীনতম তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অনেকেই জানেন না, ডাইনোসরের প্রজাতির মধ্যে কিছু প্রজাতি এমন ছিল, যারা গাছের পাতা, ডাল, ঘাস খেয়ে বেঁচে থাকত। তাদের তৃণভোজী ডাইনোসরের তালিকায় রাখা হয়েছে।
প্রাচীনতম তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়ার পর তা নিয়ে গবেষণা শুরু করে বিজ্ঞানীরা। গবেষণা চলাকালীন জানতে পারেন, তৃণভোজী ডাইনোসররা 167 মিলিয়ন বছর আগে কচ্ছ অববাহিকা সংলগ্ন (কচ্ছ জেলা) এই অঞ্চলে বাস করত। জয়সলমেরে থর মরুভূমিতে পাওয়া এই জীবাশ্মটির নাম দেওয়া হয়েছে ‘থারোসরাস ইন্ডিকাস’। এর আগেও, 2014 এবং 2016 সালে, জয়সালমেরে জেথওয়াই এবং থাইয়াত গ্রামে লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল।
তবে কি তৃণভোজী ডাইনোসররা এখানেই থাকত?
বিজ্ঞানীদের মতে, জয়সলমেরের এই এলাকাটি ডাইনোসরের আবাসস্থল হতে পারে। এখানে একের পর এক পাওয়া জীবাশ্মের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। তবে তাঁদের মতে, কচ্ছ অববাহিকা সংলগ্ন এই বোন বেসিনে আরও ডাইনোসর প্রজাতির দেহাবশেষ পাওয়া যাবে। তৃণভোজী ডাইনোসরের রঙ ছিল বাদামী এবং তারা ছোট-বড় উটপাখির মতো দেখতে ছিল।
কেমন দেখতে ছিল ‘থারোসরাস ইন্ডিকাস’?
বিজ্ঞানীদের দাবি, জয়সলমেরের জেথওয়াই এলাকায় বিশ্বের প্রাচীনতম তৃণভোজী ডাইনোসর ‘থারোসরাস ইন্ডিকাস’-এর জীবাশ্ম খুঁজে পেয়েছেন। তাঁদের মতে, মরুভূমিতে পাওয়া থারোসরাসের মেরুদণ্ড লম্বা এবং মাথা শক্ত ছিল। এর আগে চিনেও অনেক তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এই জীবাশ্মগুলো চিনে পাওয়া জীবাশ্মের চেয়েও পুরনো বলে জানিয়েছেন তারা।
এটাই কি তবে বিশ্বের প্রাচীনতম তৃণভোজী ডাইনোসর?
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই) বিজ্ঞানী দেবাশীষ ভট্টাচার্য, কৃষ্ণ কুমার, প্রজ্ঞা পান্ডে এবং ত্রিপর্ণা ঘোষ প্রায় পাঁচ বছর আগে এই রাজস্থানের জয়সলমেরে গবেষণা শুরু করেন। এ সময় জেলার জেথওয়াই গ্রামের পাহাড়ে গবেষণার সময় প্রাচীনতম তৃণভোজী ডাইনোসর থারোসরাসের জীবাশ্ম পাওয়া যায়। তারপরে একে একে ডাইনোসরের মেরুদণ্ড, ঘাড়, কাণ্ড, লেজ এবং পাঁজরের বেশিরভাগ জীবাশ্ম পাওয়া গিয়েছে। এরপরে, সুনীল বাজপায়ী এবং দেবজিৎ দত্ত 2022 আইআইটি রুরকি গবেষণা কেন্দ্রে গবেষণা শুরু করেন। 2023 সালের অগাস্টের প্রথম সপ্তাহে গবেষণা শেষ হওয়ার পরে, বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে, এই ডাইনোসরের জীবাশ্মটি বিশ্বের প্রাচীনতম তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম।