Solar Storm 2023: বাবা ভাঙ্গার নামটা নিশ্চয়ই শুনেছেন। শুনবেন বৈকি, ইনিই তো সেই মানুষ যিনি 9/11-র সন্ত্রাসবাদী হামলার ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন। বাবা ভাঙ্গা (Baba Vanga) যা বলেন, তা-ই অক্ষরে অক্ষরে মিলিয়ে দেন। আসলে বলেন নয়, বলেছিলেন। কারণ, বুলগেরিয়ার এই মনস্তাত্ত্বিক বেঁচেছিলেন 1911 সাল থেকে 1996 পর্যন্ত। অল্প বয়সেই দৃষ্টিশক্তি হারানো সত্ত্বেও তিনি যে অসাধারণ মানসিক ক্ষমতার মালিক ছিলেন, তা তাঁকে অল্প সময়েই খ্যাতির সিংহাসনে বসিয়ে দিয়েছিল। সেই বাবা ভাঙ্গাই একবার বলেছিলেন যে, পৃথিবীতে ভয়ঙ্কর সৌর ঝড় (Solar Storm) আঘাত করতে পারে 2023 সালে, যা এখন অনেকটাই সত্যি হতে চলেছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। 9/11-র সন্ত্রাসবাদী হামলা থেকে শুরু করে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় এবং ISIS-এর উত্থান সহ একাধিক ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। তাঁর অনুগামীরা বিশ্বাস করেন যে, 5079 সালে এই বিশ্ব শেষ হয়ে যাবে, এমন পূর্বাভাস দিয়েছিলেন তিনি।
এহেন বাবা ভাঙ্গাই বলে গিয়েছিলেন যে, 2023 সালে এই পৃথিবীতে একটি ভয়ঙ্কর সৌড়ঝড় আসতে পারে। বুলগেরিয়ান সাইকিকের সেই ভবিষ্যদ্বাণীও সত্যি হতে চলেছে। কারণ, বিজ্ঞানীরা দাবি করছেন সূর্য উদিত হওয়ার সময়ে বেশ কিছুটা হেরফের হতে পারে, যা প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলবে এবং তার ফলে পৃথিবীতে সমস্যার সৃষ্টি হবে। সূর্যের এই অ্যাক্টিভ ফেজ়ে সৌর শিখাগুলি বিস্ফোরিত হয় এবং তা ইলেকট্রোম্যাগনেটিক শক্তির উত্থান ঘটায়, যা পাওয়ার গ্রিড এবং GPS সিগন্যাল-সহ বিভিন্ন সিস্টেমকে ব্যাহত করতে পারে। সূর্যের এই অ্যাক্টিভ ফেজ়টিকে বলা হয় সোলার ম্যাক্সিমাম (Solar Maximum), যা প্রতি 11 বছর অন্তর ঘটে। অর্থাৎ, এই ঘটনা আগেও ঘটেছে কিন্তু তখন এতটা উদ্বেগজনক ছিল না।
1859 সালের ক্যারিংটন ইভেন্ট দেখিয়েছিল যে, একটি সৌরঝড় পৃথিবীর প্রযুক্তিগত ইনফ্রাস্ট্রাকচারে কতটা বিপর্যয়কর পরিণতি ঘটাতে পারে। তারপর থেকেই আমাদের প্রযুক্তির উপরে নির্ভরতা বেড়ে গিয়েছে এবং এমনতর সৌরঝড়ের পূর্বাভাস আমাদের জীবনধারণের জন্য যথেষ্টই ঝুঁকিপূর্ণ করে তুলছে। এখন সত্যিই যদি 2023 সালে পৃথিবীতে একটি সৌর ঝড় আঘাত করে, তাহলে তা ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণ হতে পারে। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে পরিবহন ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিতে পারে। এমনটা হল বিশ্বের প্রতিটি দেশে আর্থিক সংকট দেখা দিতে পারে এবং তা সামাজিক বিশৃঙ্খলাও ঘটাতে পারে।
শীঘ্রই পৃথিবীতে সৌর ঝড় ধেয়ে আসছে?
ডক্টর এরিকা পালমেরিওর পর্যবেক্ষণের ভিত্তিতে সূর্যের বিষুবরেখার কাছে একটি ফিলামেন্ট রয়েছে, যা প্রচুর চৌম্বক রেখা নিয়ে আলোড়িত হয়। সেই ফিলামেন্টের বিস্ফোরণ হতে পারে এবং আমাদের গ্রহের দিকে সৌর ঝড়ের একটি তরঙ্গ পাঠাবে। ফিলামেন্টের এহেন বিস্ফোরণ সৌরঝড়-সহ সূর্যকে নিয়ে অন্যান্য আরও ভয়ঙ্কর কার্যকলাপের বড়সড় ইঙ্গিত। এখন এই ফিলামেন্ট যদি সূর্যের চৌম্বকীয় ক্ষেত্র থেকে বেরিয়ে যায়, তাহলে তা বিপুল পরিমাণ বিকিরণ এবং চৌম্বকীয় শক্তি নির্গত করবে। তার ফলে, শর্টওয়েভ রেডিও যোগাযোগ ব্যাহত হতে পারে এবং পৃথিবীতে সৌরঝড় আছড়ে পড়তে পারে।
2023 সালের পৃথিবীর জন্য আর কী ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা?
1. পৃথিবীর কক্ষপথে স্থানান্তর: বাবা ভাঙ্গা বলেছিলেন, 2023 সালে পৃথিবীর কক্ষপথ পরিবর্তিত হতে পারে। তার জেরে মহাকর্ষীয় শক্তি স্থানান্তর হতে পারে এবং পরিবেশে তা ভয়ঙ্কর পরিণতি ঘটাতে পারে।
2. জৈব অস্ত্রের পরীক্ষা: ওই দৃষ্টিহীন মনস্তাত্ত্বিক ভবিষ্যদ্বাণী করেছিলেন, একটি বড় দেশ 2023 সালে জৈব অস্ত্র পরীক্ষা চালাবে। ভয়ঙ্কর বিষয়টি হল, এই অস্ত্র ল্যাবের মধ্যেই বিস্ফোরণ হতে পারে এবং বায়োলজিক্যাল ওয়েপন নীতি লঙ্ঘন করবে।
3. পারমাণবিক প্ল্যান্টে বিস্ফোরণ: তিনি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি বিস্ফোরণের পূর্বাভাস দিয়েছিলেন, যার ফলে বিষাক্ত মেঘ এশিয়াকে ঢেকে ফেলবে এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে। তার ফলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অসুস্থ হয়ে পড়বেন।
4. ল্যাবরেটরিতে মানুষের জন্ম: রহস্যময়ী ওই মনস্তাত্ত্বিক আরও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, 2023 সাল থেকে মানব শিশুরা ল্যাবে জন্মগ্রহণ করবে যেখানে তাদের জন্মের প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে, শারীরিক চেহারা এবং চরিত্র নিয়ন্ত্রণ করা যেতে পারে।
5. এলিয়েন আক্রমণ: এছাড়াও বাবা ভাঙ্গা 2023 সালে একটি এলিয়েন আক্রমণের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যেখানে ওই ভিনগ্রহীদের আক্রমণে লক্ষাধিক মানুষের মৃত্যু হবে।