Killer Animal: সন্তানকে বাঁচাতে জন্ম দিয়েই ‘হত্যা’ করে এই 5 প্রাণী; কেন এমন সিদ্ধান্ত? কী বলছেন বিশেষজ্ঞরা?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 09, 2023 | 7:38 PM

Deadliest Animal: পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা শুধু অন্য প্রাণীদেরই শিকার করে না, বরং তাদের নিজের সন্তানদেরও হত্যা করে। হ্যামস্টার থেকে শুরু করে মেরু ভাল্লুক, এই তালিকায় স্থান পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিজের সন্তান হত্যার পিছনে অনেক কারণ রয়েছে।

Killer Animal: সন্তানকে বাঁচাতে জন্ম দিয়েই হত্যা করে এই 5 প্রাণী; কেন এমন সিদ্ধান্ত? কী বলছেন বিশেষজ্ঞরা?

Follow Us

Latest Science News: প্রাণীজগতে কি অন্য কোনও প্রজাতিতে ‘শিশু হত্যা’ হয় না? নাকি বর্তমান যুগে তা শুধু মানুষের মধ্যেই তা দেখা যায়? এই প্রশ্নের উত্তর দীর্ঘদিন ধরে অজানা থাকলেও, এবার বিজ্ঞানীরা সামনে এনেছেন কিছু অবাক করা তথ্য। পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা শুধু অন্য প্রাণীদেরই শিকার করে না, বরং তাদের নিজের সন্তানদেরও হত্যা করে। হ্যামস্টার থেকে শুরু করে মেরু ভাল্লুক, এই তালিকায় স্থান পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিজের সন্তান হত্যার পিছনে অনেক কারণ রয়েছে। কিছু প্রাণী খাদ্যের অভাবে ঘাতক হয়ে ওঠে। সবটাই কিন্তু খারাপ নয়। আপনি একটি কারণের উপর ভিত্তি করে তাদের প্রাণীজগতের সবচেয়ে খারাপ প্রাণী বলে গণ্য করতে পারবেন না। আরও একটি কারণ আছে, যা জানলে আপনি চমকে উঠবেন। কিছু প্রাণী এমনও আছে, যারা বাচ্চা জন্ম দেওয়ার আগে থেকেই বুঝে যায়, সেই পরিবেশ তার শিশুদের জন্য কোনওভাবেই উপযুক্ত নয়। তাই জন্ম দিয়েই হত্যা করে দেয়। বিশেষজ্ঞরা 5টি প্রাণীর কথা উল্লেখ করেছেন? চলুন জেনে নেওয়া যাক।

স্ত্রী হ্যামস্টার (Female Hamsters)

তালিকার শীর্ষে রয়েছে মহিলা হ্যামস্টার। এরা কখনও কখনও তাদের বাচ্চাদের জন্ম দিয়েই মেরে ফেলে। তারপর খাওয়া শুরু করে। সে এটা তখনই করে, যখন সে মনে করে তার সন্তানটিকে অন্য প্রাণী খেয়ে ফেলবে। অর্থাৎ, যখন সে মানসিক চাপে থাকে বা কোনও কিছুকে ভয় পায়। পরিবেশ শিশুদের জন্য অনুকূল হবে না বলে মনে করলে, সেক্ষেত্রেও তারা তাদের সন্তানদের হত্যা করে।

জলহস্তী (Hippopotamus)

জলহস্তী সাধারণত তৃণভোজী। তবে গত কয়েক বছরে দেখা গিয়েছে, তারাও তাদের সন্তানদের হত্যা করে। কিন্তু তাদের খেয়ে ফেলে না। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু জলহস্তী এমনও আছে, যারা মাংসাশী।

পোলার বিয়ার (Polar Bears)

পোলার বিয়ার মূলত মেরু অঞ্চলে পাওয়া যায়। সম্প্রতি দেখা গিয়েছে যে, তারা ছোটো প্রাণী খায়। শুধু তাই নয়, তারা তাদের নিজের সন্তানকে জন্ম দেওয়ার পরই ছোটো থাকা অবস্থাতেই মেরে খেয়ে ফেলে।

ইঁদুর (Rats)

এমনকি ইঁদুরও নিজের বাচ্চাদের মেরে খেয়ে ফেলে। তারা যখন তাদের সন্তানদের মধ্যে কোনও ধরনের শারীরিক ঘাটতি লক্ষ্য করে, তখনই তারা এটি করে। বিশেষজ্ঞদের মতে, এদের কারণটি অনেক ক্ষেত্রেই আলাদা।

স্ত্রী কাঁকড়া বিছে (Female Scorpions)

স্ত্রী কাঁকড়া বিছে এক সঙ্গে 100টি বাচ্চা জন্ম দিতে পারে। যখন সে খাওয়ার জন্য উপযুক্ত খাদ্য পায় না। তখন সে তার বাচ্চাদের খেতে শুরু করে।

Next Article