Hubble Telescope: ঠিক যেন স্বর্ণমুদ্রার সমুদ্র! মিল্কিওয়ের কেন্দ্রের ছবি তুলে তাক লাগাল হাবল টেলিস্কোপ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 16, 2022 | 10:18 PM

Global Cluster Of Luminous Stars: হাবল টেলিস্কোপ থেকে যে ছবিটি তোলা হয়েছে সেটি গ্লোবুলার ক্লাস্টার টেরজ়ান 9-এর। গ্লোবুলার ক্লাস্টার হল দৃঢ়ভাবে আবদ্ধ নক্ষত্রের দল, যার মধ্যে হাজার-হাজার থেকে লক্ষ-লক্ষ তারা ধারণ করার ক্ষমতা রয়েছে।

Hubble Telescope: ঠিক যেন স্বর্ণমুদ্রার সমুদ্র! মিল্কিওয়ের কেন্দ্রের ছবি তুলে তাক লাগাল হাবল টেলিস্কোপ
তারাদের সেই সমুদ্র। হাবল টেলিস্কোপ থেকে তোলা চোখ ধাঁধানো ছবি।

Follow Us

সর্বশক্তিমান টেলিস্কোপ জেমস ওয়েব থেকে তোলা মহাজাগতিক দুনিয়ার শুরুর সময়কার ছবি আমাদের অবাক করে দিয়েছে। শুরু সময়ে কেমন ছিল নক্ষত্ররা, টাইম মেশিনে কয়েকশো কোটি বছর আগে গিয়ে সেই ছবিই মানবজগতের কাছে তুলে ধরেছে ওয়েব। সেই জেমস ওয়েবের থেকে কম শক্তিমান হাবলও এবার এক চোখ ধাঁধানো ছবি নিয়ে হাজির হল। হাবল টেলিস্কোপ (Hubble Telescope) থেকে তোলা ‘উজ্জ্বল নক্ষত্রে ভরপুর সমুদ্র’ (Sea Of Stars) দেখা গিয়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) সেই উজ্জ্বল নক্ষত্রগুলিকে স্বর্ণমুদ্রার সঙ্গে তুলনা করছে।

যে ছবিটি তোলা হয়েছে সেটি গ্লোবুলার ক্লাস্টার টেরজ়ান 9-এর। বিষয়টি সম্পর্কে যাঁরা এখনও পর্যন্ত অবগত নন, তাঁদের জেনে রাখা উচিৎ যে, গ্লোবুলার ক্লাস্টার হল দৃঢ়ভাবে আবদ্ধ নক্ষত্রের দল, যার মধ্যে হাজার-হাজার থেকে লক্ষ-লক্ষ তারা ধারণ করার ক্ষমতা রয়েছে।

এই ছবিতে আমরা ঠিক কী দেখতে পাচ্ছি

গ্লোবুলার ক্লাস্টারের ঠিক কেন্দ্রটি ঘন ভাবে নক্ষত্রে পরিপূর্ণ। আর তাদের মধ্যে সেরার সেরা এবং বিশেষ চমক হল টেরজান 9। এখানে তারাগুলিকে এতটাই জ্বলজ্বলে দেখা গিয়েছে যে, স্বর্ণমুদ্রার সমুদ্রের থেকে যেন কোনও অংশে আলাদা নয়। ছবিটি তোলা হয়েছে হাবল টেলিস্কোপের ওয়াইড ফিল্ড ক্যামেরা 3-এর সাহায্যে, যা বিভিন্ন সমীক্ষা বা সার্ভের জন্য অত্যন্ত অ্যাডভান্সড একটি ক্যামেরা।

এই ছবিটি শেয়ার করে ESA বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি লিখছে, হাবল টেলিস্কোপ যখন এই ছবিটি তুলেছিল, তখন আসলে মিস্কিওয়ে গ্যালাক্সির হৃদয়ের দিকে গ্লোবুলার ক্লাস্টারগুলি তদন্ত করছিল। গ্যালাক্সির হৃৎপিণ্ডে তারাগুলির একটি শক্ত ভাবে প্যাক করা ভাণ্ডার রয়েছে, যাকে গ্যালাকটিক বাল্জ বলা হয়। এছাড়াও একে ইন্টারস্টেলার ডাস্ট বা আন্তঃনাক্ষত্রিক ধুলোও বলা যেতে পারে।

এই ধূলিকণাটি গবেষকদের জন্য গ্যালাকটিক কেন্দ্রের কাছাকাছি গ্লোবুলার ক্লাস্টারগুলি অধ্যয়ন করার কাজটি কঠিন করে তুলেছে। কারণ, এটি তারার আলো শোষণ করবে এবং এখানে তারারা আপাত রং পরিবর্তন করবে।

হাবল যদিও তার অত্যাধুনিক হার্ডওয়্যার-সহ দৃশ্যমান এবং ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্য উভয়ের সংবেদনশীলতার কারণে এটি দেখতে সক্ষম হয়েছিল। এখান থেকেই জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করার অনুমতি পেয়েছেন যে কীভাবে আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা দ্বারা এই ক্লাস্টারগুলির রং পরিবর্তিত হয় এবং এই ভাবেই তাদের বয়সও নির্ধারণ করা যায়।

Next Article