World Deadliest Spider: পরিচিত হন দুনিয়ার সবচেয়ে খতরনাক 5 মাকড়সার সঙ্গে, এক কামড়েই ছবি!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 09, 2023 | 12:55 PM

Most Dangerous Spider: আপনি কি জানেন, আট পায়ের আর্থ্রোপডের (Arthropod) মধ্যে প্রায় বেশিরভাগই অ-বিষাক্ত। বাস্তবে কিন্তু মাকড়সার কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। আপনার আশেপাশে ঘুরে বেড়ানো এমন অনেক মাকড়সা আছে, যারা প্রাণঘাতী।

World Deadliest Spider: পরিচিত হন দুনিয়ার সবচেয়ে খতরনাক 5 মাকড়সার সঙ্গে, এক কামড়েই ছবি!

Follow Us

5 Deadliest Spiders: মাকড়সাকে ভয় পান অনেক মানুষই, অনেকে হয়তো পান না। তবে অনেক সময় গা ঘিনঘিনিয়ে ওঠে অনেকেরই। কিন্তু আপনি কি জানেন, আট পায়ের আর্থ্রোপডের (Arthropod) মধ্যে প্রায় বেশিরভাগই অ-বিষাক্ত। বাস্তবে কিন্তু মাকড়সার কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। আপনার আশেপাশে ঘুরে বেড়ানো এমন অনেক মাকড়সা আছে, যারা প্রাণঘাতী। পৃথিবীতে অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় প্রতিটি মহাদেশেই মাকড়সা (Spider) দেখা যায়। ‘ব্ল্য়াক উইডো’ থেকে শুরু করে ‘ফানেল ওয়েব স্পাইডার’, কিছু মাকড়সা আছে যেগুলি মারাত্মক। তাদের কামড়ে কয়েক সেকন্ডেই আপনি প্রাণ হারাতে পারেন। এগুলির মধ্যে এক প্রজাতির মাকড়সার একটা ছোট্ট কামড়ে পচন ধরতে পারে মানবদেহে। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবথেকে বিষাক্ত 5-টি মাকড়সার কথা।

ব্রাউন রেক্লুস স্পাইডার (Brown Recluse Spider)

ব্রাউন রেক্লুস স্পাইডার বিশ্বের সবচেয়ে মারাত্মক মাকড়সা। তারা অন্ধকার জায়গায় বাস করে। কিন্তু এই মাকড়সাগুলি নিজেরা বিপদ বোধ করলে আপনাকে কামড়াতে পারে। যার ফলাফল মারাত্মক হতে পারে। এই মাকড়সা সাধারণত দক্ষিণ এবং মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। এদের বিষ এতটাই বিপজ্জনক যে, এটি আপনার ত্বক গলিয়ে দিতে পারে। যেখানে মাকড়সা কামড়ায় সেখানে জ্বালা যন্ত্রণা হতে থাকে। কিছু সময় পর মৃত্যুও হতে পারে।

হোবো স্পাইডার (Hobo Spider)

হোবো মাকড়সা হালকা বাদামী রঙের হয়। আপনার তাদের দেখে কখনও কখনও বাদামী রেক্লুস মাকড়সার সঙ্গে ভুল হতে পারে। এই মাকড়সা কামড়ালে তার বিষ 40 সেন্টিমিটার পর্যন্ত ক্ষত তৈরি করে মানুষের ত্বক নষ্ট করে দিতে পারে। ক্ষত ভাল হতে কয়েক মাস সময় লাগে এবং নিরাময় হলেও থেকে যায় এক গভীর ক্ষত চিহ্ন বা স্থায়ী দাগ। এটি ছোট শিশুদের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

ব্ল্যাক উইডো স্পাইডার (Black Widow Spider)

‘ব্ল্যাক উইডো’ মাকড়সা অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সর্বত্রই পাওয়া যায়। সাধারণত এই মাকড়সাগুলি উত্তর আমেরিকা এবং কানাডায় বেশি পরিমাণে পাওয়া যায়। মহিলা ব্ল্যাক উইডো মাকড়সার পেটের নীচে লাল রঙ থাকে। আর পুরুষ ব্ল্যাক উইডো মাকড়সারা আকারে ছোট এবং বাদামী বা ধূসর রঙের হয়। দুটি মাকড়সাই বিষাক্ত। ব্ল্যাক উইডোর বিষ র‍্যাটল সাপের (বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলির মধ্য়ে একটি) চেয়েও 15 গুণ বেশি বিপজ্জনক।

ফানেল ওয়েব স্পাইডার (Funnel Web Spider)

সাধারণত গবেষণায় দেখা গিয়েছে, স্ত্রী মাকড়সা বেশি বিষাক্ত। কিন্তু ফানেল ওয়েব স্পাইডারের ক্ষেত্রে তা বিপরীত। এই প্রজাতির পুরুষ মাকড়সা বেশি বিপজ্জনক। একটা সময়ে ফানেল ওয়েব মাকড়সার কামড়ে প্রচুর মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। যদিও এই মাকড়সার বিষের প্রতিষেধক 1981 সালে আবিষ্কৃত হয়েছিল, তারপর থেকে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই মাকড়সা প্রধানত দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চিলি এবং ইউরোপে পাওয়া যায়।

ইয়োলো স্য়াক স্পাইডার (Yellow Sac Spider)

ইয়োলো স্য়াক মাকড়সা অন্যান্য মাকড়সার তুলনায়, মানুষকে সবচেয়ে বেশি কামড়ায়। এই মাকড়সা আমেরিকা, উত্তর আফ্রিকা এবং ভারত সহ প্রায় সারা বিশ্বে পাওয়া যায়। যেখানে এই মাকড়সা কামড়ালে সেখানে লালভাব, ফোলাভাব এবং ঘা হতে পারে।

Next Article