Full Halo Solar Storm: সূর্য থেকে সুনামির মতো অগ্ন্যুৎপাত, ভূ-চৌম্বকীয় ঝড়ে শনিবার পৃথিবীতে টালমাটাল পরিস্থিতির সম্ভাবনা
সূর্য থেকে একটি বিস্ফোরণ ফলে পৃথিবীর চারপাশে একটি ভূ-চৌম্বকীয় ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর এই কাণ্ডটা ঘটতে চলেছে শনিবারই। সেদিন করোনাল মাস ইজেকশন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত করবে বলে আশা করা হচ্ছে।

শনিবার এই পৃথিবী ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে চলেছে। সূর্য থেকে একটি বিস্ফোরণ (Full Halo Solar Storm) ফলে পৃথিবীর চারপাশে একটি ভূ-চৌম্বকীয় ঝড়ের (Geomagnetic Storm) সম্ভাবনা রয়েছে। আর এই কাণ্ডটা ঘটতে চলেছে শনিবারই। সেদিন করোনাল মাস ইজেকশন (Coronal Mass Ejection) পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত করবে বলে আশা করা হচ্ছে। কারণ, বৃহস্পতিবার সূর্য থেকে ঝড়ের মেঘটি আছড়ে পড়ে এবং সেটি বিস্ময়কর গতিতে ভ্রমণ করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার অধীনস্থ দ্য সেন্টার অফ এক্সিলেন্স ইন স্পেস সায়েন্সেস ইন্ডিয়া, সূর্যের উপর পরিলক্ষিত বৃহৎ ট্রান্স-ইক্যুয়াটোরিয়াল করোনাল হোল সম্পর্কে অবহিত করেছে, যা উচ্চ গতির সৌর বায়ু প্রবাহের মাধ্যমে পৃথিবীর চৌম্বকমণ্ডলের সঙ্গে যোগাযোগ করতে পারে।
করোনাল মাস ইজেকশন বা ভর নির্গমন প্রায়ই একটি তারার শিখা বা হঠাৎ ঘটা কোনও উজ্জ্বল বিকিরণ যা মহাকাশ পর্যন্ত প্রসারিত করতে পারে। একটি করোনাল ভর নির্গমন সূর্যের পৃষ্ঠ থেকে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতগুলির মধ্যে একটি, যা মহাকাশে প্রতি ঘণ্টায় কয়েক মিলিয়ন মাইল বেগে এক বিলিয়ন টন পদার্থ ধারণ করতে পারে। এই সৌর উপাদানটি আন্তঃগ্রহের মাধ্যমে প্রবাহিত হয়। এর পথে যে কোনও গ্রহ বা মহাকাশযানকে ব্যাপক ভাবে প্রভাবিত করে।
সূর্যকে অবজ়ার্ভ করে ওই এজেন্সির তরফে একটি ট্যুইট করে বলা হচ্ছে, “সোলার অ্যাক্টিভ বা সৌর সক্রিয় অঞ্চলগুলি AR13056 এবং AR13057 ফ্লেয়ার উৎপাদনশীল হিসাবে চিহ্নিত করা হয়েছে।”
এদিকে স্পেসওয়েদার ডট কমের একটি রিপোর্ট অনুসারে, 21 জুলাই বিস্ফোরিত হয়েছিল সানস্পট AR3060, যা একটি C5-শ্রেণীর সৌর শিখা এবং একটি সৌর সুনামি তৈরি করেছিল। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি দ্বারা শিখাটি পর্যবেক্ষণ করা হয়েছিল, যা চরম অতিবেগুনি পরিসরে দেখা শকওয়েভগুলিকে ফিরিয়ে দেয়।
শকওয়েভের ফলে টাইপ-II সৌর রেডিও বিস্ফোরিত হয়, যা নির্দেশ করে যে একটি CME সূর্যের বায়ুমণ্ডলকে 38,26,800 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছিঁড়ে যাওয়ার সমান। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের পূর্বাভাসকরা সতর্কতা জারি করেছেন যে, G1- থেকে G2-ক্লাসের (অল্প থেকে মাঝারি) ঝড়গুলি G3 (শক্তিশালী) শ্রেণীতে বাড়ানোর সামান্য সম্ভাবনা রয়েছে।
ভূ-চৌম্বকীয় ঝড় হল, পৃথিবীর চৌম্বকমণ্ডলের একটি প্রধান ব্যাঘাত যা পৃথিবীর চারপাশের মহাকাশ পরিবেশে সৌর বায়ু থেকে শক্তির খুব দক্ষ আদান-প্রদানের সময় ঘটে।
