পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে, যেগুলিকে ‘সত্যি’ বলে মেনে নেওয়া দায় হয়ে যায়। আবার এমনও কিছু ঘটনা যাকে বিজ্ঞান দিয়েও প্রমান করা যায় মা। তবে পৃথিবীতে কেউ জন্ম নিলে তার মৃত্যু হবে। এ কথা সত্য। কখন, কীভাবে, কোথায় তার মৃত্যু ঘটবে, সে কথা বলতে পারে না কেউই। পৃথিবীতে এমন কিছু বিজ্ঞানী রয়েছে যারা দাবি করেন, মৃত্যুর পরেও মানুষের মস্তিস্কে ঘটতে থাকে অনেক কিছু। এমন অনেক ঘটনা প্রায়ই প্রকাশ্যে আসে যখন মানুষ মারা যায়, কিন্তু কয়েক মিনিট পরে তারা জীবিত ফিরে আসে। তেমনই এক মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটেছে।
হঠাৎ বেঁচে ওঠেন মহিলা…
মহিলাটি দাবি করেছেন যে তিনি মারা গিয়েছিলেন, কিন্তু মৃত্যুর মাত্র 24 মিনিট পরে তিনি আবার জীবিত হয়েছেন। তিনি বলেছিলেন যে তার মৃত্যুর পরে তিনি এমন কিছু দেখেছিলেন, যা কেউ বিশ্বাস করতে পারবে না। মহিলার নাম লরেন কানাডে। মিররের (Mirror)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া সাইট রেডিটে লরেন জীবিত হওয়ার পর এক অবাক করা গল্প শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তিনি তখন বাড়িতেই ছিলেন। লরেন জানান, কয়েক মিনিট পর ডাক্তার তার বাড়িতে এসে তাকে পরীক্ষা করেন। তারপর তারা তাকে মৃত ঘোষণা করেন।
এর কারণ হল তিনি শ্বাস নিচ্ছিলেন না। কিন্তু প্রায় 24 মিনিট পর একটি অলৌকিক ঘটনা ঘটে। লরেন হঠাৎ শ্বাস নিতে শুরু করে এবং সে আবার জীবিত হয়ে ওঠে। এরপর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মস্তিষ্কের কোনও রকম কোনও ক্ষতি হয়নি দেখে চিকিৎসকরাও অবাক হন। লরেন জানান, আবার ‘জীবিত’ হওয়ার পর তিনি দুই দিন কোমায় ছিলেন। কিন্তু এরপর যখন তিনি জেগে ওঠেন, তখন তার মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। পুরনো কথাও মনে পড়ছিল না।
কিন্তু কেন এমন হয়, তা জানেন কি?
‘মৃত’ ঘোষণা করার পরে আবার জেগে ওঠার বা জীবিত হওয়ার এই ঘটনাকে বলা হয় ল্যাজারাস সিনড্রোম। কিন্তু কী এই ল্যাজারাস সিনড্রোম? মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরী অব মেডিসিন এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর তথ্য অনুযায়ী, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর দেওয়া শেষ করার পর দেহের সঞ্চালন প্রক্রিয়া আবার নিজে থেকেই ফিরে আসা বা রিটার্ন অব স্পনটেনিয়াস সার্কুলেশন ঘটা কে ল্যাজারাস সিনড্রোম বলা হয়।
প্রথম কবে এই সিনড্রোমের কথা জানা যায়?
চিকিৎসা বিজ্ঞানে প্রথম 1982 সালে এই ধরণের ঘটনা সম্পর্কে প্রথম জানা যায়। এর পর 1993 সালে এই ঘটনাগুলিকে ল্যাজারাস সিনড্রোম হিসেবে উল্লেখ করা হয়। এই ল্যাজারাস সিনড্রোম নামটি নেওয়া হয়েছিল বাইবেলে বর্ণিত ল্যাজারাস নামে এক ব্যক্তির কাহিনি থেকে। মনে করা হয়, ল্যাজারাসকে তার মৃত্যুর চার দিন পর তাকে জীবিত করেছিলেন যিশু খ্রিস্ট। তাই সেখান থেকেই এই নাম রাখা হয়েছে। এখনও পর্যন্ত 38টিরও বেশি ল্যাজারাস সিনড্রোমের ঘটনার উল্লেখ পাওয়া গিয়েছে।