World’s Smallest Camera: সাইজে নুন বা চিনির দানার মতো, ঝকঝকে HD ছবি তুলে দেবে এই ক্যামেরা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 20, 2023 | 8:25 PM

Smallest Camera: একটি ক্যামেরা তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। এই ডিভাইসটি একটি মাইক্রোস্কোপিক ক্যামেরা, যা এতই ছোট যে হাতের কাছে রাখলেও সহজে দেখা যাবে না। এটি বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা। বিজ্ঞানীরা এমন অনেক কিছুই তৈরি করে, যা দেখলে স্বপ্নের মতো মনে হয়।

Worlds Smallest Camera: সাইজে নুন বা চিনির দানার মতো, ঝকঝকে HD ছবি তুলে দেবে এই ক্যামেরা

Follow Us

ওটা কী? চিনির দানা? নাকি তার থেকেও ছোট কিছু! আদতে ক্যামেরা তো। চমকে উঠলেন? চিনির দানার সঙ্গে ক্যামেরার তুলনা করা হল বলে? এমনই একটি ক্যামেরা তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। এই ডিভাইসটি একটি মাইক্রোস্কোপিক ক্যামেরা, যা এতই ছোট যে হাতের কাছে রাখলেও সহজে দেখা যাবে না। এটি বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা। বিজ্ঞানীরা এমন অনেক কিছুই তৈরি করে, যা দেখলে স্বপ্নের মতো মনে হয়। বিশ্ববাসীর কাছে যখনই কোনও কিছু অসম্ভব মনে হয়, তখনই সেটা তৈরি করা অসাধ্য সাধন করেন বিজ্ঞানীরা। বিজ্ঞানের অনেক কিছুই বাস্তবের চেয়ে অলৌকিক বলে মনে হয়। তবে এর জন্য বিজ্ঞানীদের অদম্য পরিশ্রম জড়িয়ে থাকে। তাই হয়তো তার ফলাফল নজর কাড়ে।

কেমন দেখতে বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরাটি?

চিনির দানা বললে হয়তো একটু বেশি বড় বলা হবে। নুনের দানার মতো ছোট এই ক্যামেরাটির HD ফটো তোলার ক্ষমতা আছে। এটি তার আকারের চেয়ে কয়েক হাজার গুণ বড় ছবি তুলতে পারে। ক্যামেরার আকার মাত্র আধা মিলিমিটার এবং এটি কাচের তৈরি। অর্থাৎ বুঝতেই পারছেন, আকারে ছোট হলেও, গুণে পরিপূর্ণ। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এত ছোট ক্যামেরা ব্যবহার করবে কীভাবে? আর কী জন্যই বা ব্যবহার করা হবে? চলুন জেনে নেওয়া যাক।

এত ছোট ক্যামেরার ব্যবহার কী?

সাইজ দেখে এতক্ষণে নিশ্চই অবাক হয়ে গিয়েছেন। এবার আলোচনা করা যাক ক্যামেরাটির ক্ষমতা নিয়ে। এই ক্যামেরাটি আশ্চর্যজনক। প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা যৌথভাবে এটি তৈরি করেছেন। বিজ্ঞানীদের মতে, এটি যতটাই ছোট, ততটাই বড় ছবি তুলতে পারে। অর্থাৎ এটি তার আকারের 5 লাখ গুণ বড় ছবি তুলতে পারে। এই ক্যামেরার সবচেয়ে বড় সুবিধা হতে চলেছে চিকিৎসা ক্ষেত্রে। কারণ এর সাহায্যে ডাক্তাররা খুব সহজে শরীরের ভিতরের জিনিস দেখতে পাবেন।

কীভাবে কাজ করবে এই ছোট্ট ক্যামেরা?

ক্যামেরাটি ছোট হতে পারে, কিন্তু এটি ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে পারে। এখনও পর্যন্ত চিকিৎসায় যখনই মাইক্রো ক্যামেরা ব্যবহার করা হত, ফটোর সাইডের প্রান্তগুলি ঝাপসা হয়ে যেত। এমনকি রঙেও সমস্যা হত। এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে এই ছোট্ট ক্যামেরা। বিজ্ঞানীদের মতে, এই ছোট ক্যামেরায় তেমন কোনও সমস্যাই হবে না। এটি প্রাকৃতিক আলো থেকে শুরু করে লেজারের আলো, সবেতেই ঝকঝকে ছবি তুলবে।

Next Article