Spotify Premium Mini: জব্বর প্ল্যান নিয়ে এল Spotify, খরচ মাত্র 2 টাকা, কী সুবিধা?

Spotify। Premium Mini: আগামী 30 দিনের মধ্যে যে কোনও 10 দিন Premium Mini প্ল্যান ব্যবহার করলেই এই অফারের সুবিধা পাবেন গ্রাহকরা। এই জন্য খরচ হবে মাত্র 2 টাকা।

Spotify Premium Mini: জব্বর প্ল্যান নিয়ে এল Spotify, খরচ মাত্র 2 টাকা, কী সুবিধা?

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 15, 2022 | 9:17 PM

Spotify New plan: ভারতের গ্রাহকদের জন্য় স্বল্প দরে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে এল Spotify। Premium Mini সাবস্ক্রাইবারদের জন্য নতুন রিওয়ার্ড প্রোগ্রাম নিয়ে এসেছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সংস্থাটি। যা এক সপ্তাহ ধরে ব্যবহার করা যাবে। এই জন্য খরচ হবে মাত্র 2 টাকা। সম্প্রতি টুইটারে সংস্থার প্রোডাক্ট ম্যানেজার সাইমন কোপেচ ভারতের গ্রাহকদের জন্য নতুন এই অফারের ঘোষণা করেছেন। আগেই জানানো হয়েছে এর ফলে Premium Mini প্ল্যান ব্যবহার করে রিওয়ার্ড পাবেন Spotify গ্রাহকরা।

আগামী 30 দিনের মধ্যে যে কোনও 10 দিন Premium Mini প্ল্যান ব্যবহার করলেই এই অফারের সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়াও আরও 3টি অপশন নিয়ে এসেছে সুইডেনের এই সংস্থাটি। রিওয়ার্ড ছাড়াও সেখানে থাকছে চ্যালেঞ্জ ও হেল্প। Spotify গ্রাহকরা Premium Mini সাবস্ক্রিপশনে প্ল্যাটফর্মের সব কনটেন্ট বিজ্ঞাপন ছাড়াই শুনতে পারবেন। একই সঙ্গে অফলাইনে শোনার জন্য ডাউনলোড করা যাবে যে কোনও ট্র্যাক। যদিও একটা ডিভাইসে সর্বোচ্চ 30টা গান ডাউনলোড করা যাবে। যদিও Premium Individual Plan সাবস্ক্রাইব করলে 10,000 গান ফোন অথবা ট্যাবলেটে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও একসঙ্গে 5টি ডিভাইস থেকে Spotify ব্যবহার করে গান শোনা যাবে।

দেখে নিন 2 টাকার লেটেস্ট প্ল্যানটি কীভাবে পাবেন:

আপনার Spotify অ্যাকাউন্ট খুলুন এবং সেটিংস-এ যান। তারপর অ্যাকাউন্টে ক্লিক করুন। সেখান থেকে Spotify প্রিমিয়াম মিনি প্ল্যান কিনুন। এরপর আপনি 7 টাকায় একদিনের প্ল্যান বা 25 টাকায় সাত দিনের প্ল্যান বেছে নিতে পারেন। 10 দিন Premium Mini ব্যবহারের পরে ব্যবহারকারীকে রিওয়ার্ড দেবে এই মিউজিক স্ট্রিমিং অ্যাপ। 25 টাকার বদলে মাত্র 2 টাকায় এই প্ল্যান কেনার সুযোগ পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে মিনি-সাবস্ক্রিপশন প্ল্যানটি শুধুমাত্র 1টি ডিভাইসেই সীমাবদ্ধ।

আপনাকে কমপক্ষে 10 দিনের জন্য মিনিটি ব্যবহার করতে হবে এবং তাই আপনাকে 25 টাকার প্ল্যানটি বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, একবার আপনি 10 দিনের জন্য প্রিমিয়াম ব্যবহার করলে, Spotify শুধুমাত্র 2 টাকায় 7 দিনের জন্য একটি প্রিমিয়াম মিনি সাবস্ক্রিপশন অফার করবে।

এছাড়াও টুইটারে নতুন ফিচারের স্ক্রিনশটও প্রকাশ্যে এনেছেন সাইমন। সেখানে স্ক্রিনের নীচে নতুন Reward অপশন দেখা গিয়েছে। এছাড়াও সেখানে রয়েছে Challenge ও Help অপশন। সাইমন কোপেচ জানিয়েছেন, এশিয়ার গ্রাহকদের কথা মাথায় রেখে এই অফার লঞ্চ করেছে Spotify। যা প্রথমে ভারতে লঞ্চ হল।