
WhatsApp Tips: হোয়াটসঅ্যাপের মতো দরকারি ম্যাসেজিং অ্যাপে প্রতিদিনই কেউ না কেউ ম্যাসেজ, ভিডিয়ো, ফটো পাঠায়। ফলে কয়েকদিন পরেই হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসতে শুরু করে, যে ‘স্টোরেজ ফুল (Storage Full)’ হয়ে গিয়েছে। এর অর্থ অনেকেই জানেন না। হোয়াটসঅ্যাপে Storage Full হয়ে যাওয়া মানেই তা আপনার ফোনের মেমরিকেও ভর্তি করছে। কখনও কখনও তো হোয়াটসঅ্যাপে আসা ছবি-ভিডিয়ো আপনার ফোনকে স্লোও করে দেয়। আর তখন দরকারেও ফোন ব্যবহার করতে অনেক অসুবিধা হয়। তবে এই থেকে আপনি সহজেই নিস্তার পেতে পারেন। কারণ ফোনের স্টোরেজ খালি রাখা খুবই গুরুত্বপূর্ণ। নাহলে আপনার ফোন যখন তখন খারাপ হয়ে যেতে পারে। হোয়াটসঅ্যাপে আসা প্রতিটি মিডিয়া ফাইল যে অকেজো তা নয়। তবে দেখতে হবে কোন মিডিয়া ফাইলের সাইজ বড়, আর কোন মিডিয়া ফাইল কাজে লাগবে না। সেই সব ফাইলগুলিকে ফোন থেকে মুছে ফেলুন।
কীভাবে হোয়াটসঅ্যাপ ডেটা রিভিউ এবং রিমুভ করবেন?
কীভাবে হোয়াটসঅ্যাপ মিডিয়া ডিলিট করবেন?
হোয়াটসঅ্যাপে আপলোড কোয়ালিটি লিমিড কীভাবে সেট করবেন?
অনেকেই হয়তো জানেন না, হোয়াটসঅ্যাপে যে সব ছবি-ভিডিয়োগুলি আসে সেগুলির Upload Quality Limit থাকে। অর্থাৎ আপনি ঠিক করতে পারবেন যে, ছবিগুলি অটো আপলোড হবে নাকি, সবথেকে ভাল কোয়ালিটির সেভ হবে, নাকি ডেটা সেভার মোডে হবে। আপনি এই তিনটি অপশনের মধ্য়ে আপনার প্রয়োজন মতো একটি সিলেক্ট করে রাখতে পারেন।