
WhatsApp Features: আপনি আপনার স্মার্টফোনে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্য়বহার করেন, অথচ অ্যাপের অনেক ফিচারই অজানা। হোয়াটসঅ্যাপে (WhatsApp) প্রায় সকলেই প্রোফাইল ফটো রাখেন। কিন্তু অনেকেই চান যে তাঁদের প্রোফাইল ফটোটি সবাই দেখুক। এমনও হয় বিশেষ কোনও মানুষের সঙ্গে ফটো রাখতে চেয়েও রাখতে পারেন না, বাকিরা দেখে ফেলবে বলে। তবে আপনি জানলে খুশি হবেন যে, হোয়াটসঅ্যাপে এমনও একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনি যাদের যাদের আপনার প্রোফাইল ফটো (Profile Picture) দেখাতে চান না, তারা দেখতে পাবে না। হোয়াটসঅ্যাপের এই দুর্দান্ত ফিচারটি আপনার গোপনীয়তার দিকে খেয়াল রাখে।
আপনার প্রোফাইল ফটো পরিবার এবং বন্ধুদের পাশাপাশি আপনার কনট্যাক্ট-ও নেই এমন লোকেরাও দেখতে পায়। যা আপনি এতদিন চেয়েও লুকোতে পারছিলেন না। আর WhatsApp-এ আপনার প্রোফাইল পিকচার সকলকে দেখাবেনই বা কেন? আপনি আপনার প্রোফাইল পিকচার লুকিয়ে রাখতে হোয়াটসঅ্যাপের সেটিংস-এ এই পরিবর্তনগুলি করে নিন। ব্য়স তারপরে নিজের ইচ্ছে মতো প্রোফাইল ফটো রাখুন।
হোয়াটসঅ্যাপে প্রোফাইল ফটো লুকোনোর জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন: