
টুইটার রিব্র্যান্ডিং করতে চেয়ে তার নীল পাখি লোগোটি কয়েক দিন আগেই সরিয়ে দিয়েছেন ইলন মাস্ক। সেই জায়গায় তিনি নিয়ে এসেছেন একটি’X’ লোগো। এবার সেই নতুন লোগো ও বর্তমান টুইটারের মাদার কোম্পানি X.Com নিয়ে মহাবিপদে পড়লেন মাস্ক। সংবাদমাধ্যম Al Jazeera-র একটি রিপোর্ট অনুযায়ী, ইন্দোনেশিয়ার মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মেটিক্স মাস্কের নতুন সাইট তথা X.Com-কে ব্যান করেছে। অনলাইন পর্নোগ্রাফির উপরে দেশের কঠোর নিয়ন্ত্রণের অধীনেই সাইটটিকে নিষিদ্ধ করা হয়েছে।
থাইল্যান্ডের সংশ্লিষ্ট মন্ত্রকের ইনফর্মেশন অ্যান্ড পাবলিক কমিউনিকেশনের ডিরেক্টর জেনারেল উসমান কানসং বলছেন, “আমরা টুইটারের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি এবং তারা আমাদের কাছে এই মর্মে একটি চিঠি পাঠাবে যে X.com ডোমেইনটি কেবল টুইটার ব্যবহার করবে।”
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সে দেশের 24 মিলিয়ন বা তারও কিছু বেশি সংখ্যক মানুষ এই সাইটটি আর অ্যাক্সেস করতে পারবেন না। যদিও ইন্দোনেশিয়ায় এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও সে দেশে একাধিক সাইটের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। 2022 সালে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ দাবি করেছিল, Netflix, Google, Instagram এবং Facebook-এর মতো প্ল্যাটফর্মের কনটেন্টগুলি বেআইনি হিসেবে বিবেচনা করা উচিত, কারণ এগুলি দেশের ‘জনশৃঙ্খলাকে বিঘ্নিত করে’।
এদিকে টুইটার যে দিন তার রিব্র্যান্ডিংয়ের ঘোষণা করে অর্থাৎ X নামকরণটি সম্পর্কে জানায়, সেই দিন টুইটারে বেশ কিছু সময়ের জন্য বেমক্কা ট্রেন্ডিং হতে থাকে একটি পর্নসাইটের নাম। এছাড়া ‘X’ রিব্র্যান্ডিং বা নাকরণ নিয়ে বিশেষ করে মাস্কের এহেন বর্ণচয়ন নিয়ে প্রশ্ন উঠেছে সমাজের বিভিন্ন স্তরে। টুইটারে নেটিজ়েনদের একটা বড় অংশ বলেন, X.Com নামটি শুনলেই যেন তাঁদের একটি পর্নসাইটের ডোমেইনের কথা মনে পড়ে যাচ্ছে।
আবার টুইটার নিয়ে এক আকাশ পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের। তিনি চান, টুইটার যেন তার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের তকমা সরিয়ে একটি ‘সবকিছুর জন্য অ্যাপ’ হয়ে ওঠে। ঠিক যেমন চিনের WeChat থেকে টাকা পাঠানো যায়, চ্যাটও করা যায়, টুইটারকেও আগামীতে সেরকম জায়গায় দেখতে চান মাস্ক।