Jio 5G News: রিলায়েন্স জিও তার 5G পরিষেবা লঞ্চ করেছে। তবে আপাতত তা বাছাই কিছু কাস্টমারের জন্য। মুম্বইয়ের টেক জায়ান্টটি নিশ্চিত বার্তা দিয়েছে যে, আগামী কয়েক মাসের মধ্যে দেশের আরও বেশ কিছু শহরে 5G নেটওয়ার্ক রোলআউট করা হবে। আর সমগ্র দেশে Jio 5G আসবে 2023 সালের শেষ নাগাদ। বর্তমানে দেশের কেবল চারটি শহরে Jio 5G উপলব্ধ। তার মধ্যে অন্যতম হল কলকাতা। কিন্তু এই শহরের Jio ব্যবহারকারীরা প্রত্যেকেই এখন 5G ব্যবহার করতে পারছেন না। কেন? সম্ভাব্য তিনটি কারণে আলোকপাত করা যাক।
5G স্মার্টফোন ব্যবহার না করা
যে কোনও 5G পরিষেবা, তা সে জিও হোক বা এয়ারটেল, চলবে কেবল মাত্র 5G স্মার্টফোনেই। অর্থাৎ যে সব গ্রাহকের কাছে 5G-সক্রিয় স্মার্টফোন রয়েছে, একমাত্র তাঁরাই এই মুহূর্তে Jio 5G অ্যাক্সেস করতে পারবেন। তবে এটাও মনে রাখতে হবে যে, সমস্ত 5G সক্রিয় ফোনেই যে আপনি এই মুহূর্তে Jio 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন, এমনটা নয়। Jio 5G ব্যবহার করতে OEMদের সর্বাগ্রে OTA আপডেট পাঠাতে হবে, যাতে ডিভাইসে মসৃণভাবে 5G নেটওয়ার্ক চলতে পারে। তাই আপনার ফোনে 5G পরিষেবা পেতে সবার প্রথমে ফোনের সেটিংস অপশনে চলে যান, সেখানে নতুন কোনও আপডেট উপলব্ধ কি না, ভাল করে চেক করুন।
সঠিক Jio প্ল্যান ব্যবহার না করা
সংবাদমাধ্যম টেলিকম টকের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, Jio 5G পরিষেবা কাজ করবে একমাত্র 239 টাকার উপরের রিচার্জ প্ল্যানে। যদিও কোন কোন প্ল্যান Jio 5G সাপোর্ট করবে, সে সম্পর্কে কোম্পানির তরফ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। তবে ওই প্রতিবেদন থেকে ইঙ্গিত মিলেছে, 239 টাকার উপরে রিচার্জ করতে না পারলে Jio 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন না। তাই, আপনার কাছে যদি 5G স্মার্টফোন থাকে এবং আপনি কলকাতার বাসিন্দা হওয়া সত্ত্বেও যদি 5G নেটওয়ার্ক ব্যবহার করতে না পারেন, তাহলে ধরে নিতে হবে আপনার কাছে 239 টাকার উপরে কোনও রিচার্জ প্ল্যান নেই।
Jio 5G উপলব্ধ এমন শহরের বাসিন্দা তো আপনি
মনে রাখতে হবে, Jio 5G এই মুহূর্তে দেশের মাত্র চারটি শহরেই উপলব্ধ- দিল্লি, কলকাতা, মুম্বই এবং বারাণসী। এখন আপনি যদি এই শহরগুলির বাসিন্দা না হন, তাহলে আপাতত Jio 5G আপনার কাছে অধরাই থাকবে। আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই Reliance Jio দেশের অন্যান্য শহরগুলিতে 5G নেটওয়ার্ক রোলআউট করবে বলে জানিয়েছে। পাশাপাশি সংস্থাটি নিশ্চিত বার্তা দিয়েছে, 2023 সালের মধ্যে সমগ্র দেশে 5G নেটওয়ার্ক রোলআউট করবে Reliance Jio।
এই সব দিক ঠিক থাকলে অর্থাৎ আপনার কাছে যদি একটা 5G স্মার্টফোন থাকে, আপনি যদি এই চারটি শহরের মধ্যে কোনও এক জায়গার বাসিন্দা হোন এবং আপনার ফোনে যদি 239 টাকার বেশি জিও রিচার্জ প্ল্যান থাকে, তাহলে আপনাকে ফোন থেকে MyJio অ্যাপে যেতে হবে। সেখানে গেলেই আপনি পেয়ে যাবেন Jio 5G Welcome offer ইনভাইট। এই ওয়েলকাম অফারেই রিলায়েন্স জিও তার ব্যবহারকারীদের 1gbps স্পিডে আনলিমিটেড 5G ডেটা দেবে। সংস্থা জানিয়েছে, যতদিন না পর্যন্ত তারা 5G প্ল্যান রোলআউট করছে, ততদিন 4G প্ল্যানেই 5G সার্ভিস অফার করা হবে।