ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন! এই সহজ উপায়গুলি আপনার জানা আছে?

aryama das |

Apr 09, 2021 | 1:53 PM

ল্যাপটপে বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার এখন সকলেই করেন। কিন্তু শুধু মাউসের ক্লিকেই নয়, কি বোর্ডেও রয়েছে কিছু সহজ উপায়। যেগুলি জানলে কাজের সুবিধা হবে আপনারই। সেগুলি কী কী, দেখে নিন এখানে....

ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন! এই সহজ উপায়গুলি আপনার জানা আছে?
ছবিটি প্রতীকী

Follow Us

ওয়ার্ক ফ্রম হোমের জেরে এখন বাড়িই অফিস হয়ে গিয়েছে। যে যে প্রযুক্তির সঙ্গে বিশেষ আলাপ-পরিচয় ছিল না, এখন সেই সব প্রযুক্তি নিয়েই দিন-রাত কাজকর্ম চলছে। ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে ওয়াটসঅ্যাপ যোগ করে কাজের গতি বেড়েছে অনেকটাই। ফোনের সঙ্গে ল্যাপটপের এই মেলবন্ধন ঘটেছে এই করোনার জেরেই। তাই অতিমারীতে সব কিছু বাজে প্রভাব ফেলেছে তা কিন্তু নয়। কিছু ভালো প্রভাব রয়েছে। ওয়াটসঅ্যাপ- ল্যাপটপ কানেকশনের ফলে সব চ্যাট, ডেটা. ছবি ও ভিডিয়ো দ্রুত ক্লিক করলেই দেখতে পাওয়া যায় সব। ল্যাপটপ ও ডেস্কটপের সঙ্গে হোয়াটঅ্যাপ ব্যবহার করুন কয়েকটি শর্টকার্টে।

যেগুলো দেখা/পড়া হয়নি, সেগুলি চিহ্নিত করবেন কীভাবে (Mark as unread)

ম্যাক ডেস্কটপ অ্যাপ- Cmd+Ctrl+U
ম্যাক ব্রাউজার- Cmd+Ctrl+Shift+U
উইন্ডো ডেস্কটপ অ্যাপ- Ctrl+Shift+U
উইন্ডো ব্রাউজার- Ctrl+Alt+Shift+U

আর্কাইভ চ্যাট (Archive Chat)

ম্যাক ডেস্কটপ অ্যাপ- Cmd+E
ম্যাক ব্রাউজার- Cmd+Ctrl+E
উইন্ডো ডেস্কটপ অ্যাপ- Ctrl+E
উইন্ডো ব্রাউজার- Ctrl+Alt+E

পিন/আনপিন (Pin/Unpin)

ম্যাক ডেস্কটপ অ্যাপ- Cmd+Shift+P
ম্যাক ব্রাউজার- Cmd+Ctrl+Shift+P
উইন্ডো ডেস্কটপ অ্যাপ-Ctrl+Shift+P
উইন্ডো ব্রাউজার-Ctrl+Alt+Shift+P

চ্যাট সার্চ করার জন্য (Search in Chat)

ম্যাক ডেস্কটপ অ্যাপ- Cmd+Shift+F
ম্যাক ব্রাউজার- Cmd+Ctrl+Shift+F
উইন্ডো ডেস্কটপ অ্যাপ-Ctrl+Shift+F
উইন্ডো ব্রাউজার-Ctrl+Alt+Shift+F

নতুন চ্যাটের সন্ধানে (New Chat)

ম্যাক ডেস্কটপ অ্যাপ- Cmd+N
ম্যাক ব্রাউজার- Cmd+Ctrl+N
উইন্ডো ডেস্কটপ অ্যাপ- Ctrl+N
উইন্ডো ব্রাউজার-Ctrl+Alt+N

সেটিংগস (Settings)

ম্যাক ডেস্কটপ অ্যাপ- Cmd+,
ম্যাক ব্রাউজার- Cmd+Ctrl+,
উইন্ডো ডেস্কটপ অ্যাপ- Ctrl+,
উইন্ডো ব্রাউজার-Ctrl+Alt+,

চ্যাট ডিলিট করতে হলে (Delete Chat)

ম্যাক ডেস্কটপ অ্যাপ-Cmd+Shift+D
ম্যাক ব্রাউজার-Cmd+Ctrl+Backspace
উইন্ডো ডেস্কটপ অ্যাপ- Ctrl+Shift+D
উইন্ডো ব্রাউজার-Ctrl+Alt+Backspace

চ্যাট লিস্ট খুঁজতে হলে (Search in Chat List)

ম্যাক ডেস্কটপ অ্যাপ-Cmd+F
ম্যাক ব্রাউজার- Cmd+Ctrl+/
উইন্ডো ডেস্কটপ অ্যাপ-Ctrl+F
উইন্ডো ব্রাউজার-Ctrl+Alt+/

নতুন গ্রুপ তৈরি করতে হলে (New Group)

ম্যাক ডেস্কটপ অ্যাপ-Cmd+Shift+N
ম্যাক ব্রাউজার- Cmd+Ctrl+Shift+N
উইন্ডো ডেস্কটপ অ্যাপ-Ctrl+Shift+N
উইন্ডো ব্রাউজার-Ctrl+Alt+Shift+N

 

Next Article