AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivo Y200e 5G স্মার্টফোনের প্রি-বুকিং শুরু, রোজ মাত্র 45 টাকা দিয়েই কিনে নিন

Vivo Y200e 5G Smartphone: Vivo Y200e স্মার্টফোনটিতে একটি 6.67 ইঞ্চি 120Hz আল্ট্রা ভিশন AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটিতে একটি পাঞ্চহোল ক্যামেরা কাটআউট পেয়ে যাবেন। ফোনে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এতে অডিও বুস্টার এবং ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।

Vivo Y200e 5G স্মার্টফোনের প্রি-বুকিং শুরু, রোজ মাত্র 45 টাকা দিয়েই কিনে নিন
| Updated on: Feb 25, 2024 | 4:00 PM
Share

Vivo Y200e 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা থেকে শুরু করে 5000mAh ব্যাটারি সবই পেয়ে যাবেন। এছাড়াও, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটি Saffron Delight এবং Black Diamond কালার অপশনে আসে। ফোনটির দাম খুব একটা বেশি রাখা হয়নি। মিড-রেঞ্জেই এই ফোনটি পাবেন আপনি। দেখে নিন ফোনের দাম কত টাকা রাখা হয়েছে।

নতুন ফোনের দাম কত রাখা হয়েছে?

Vivo Y200e 5G স্মার্টফোনের 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা। এর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 20,999 টাকা। ফোনটির প্রি-বুকিং ইতিমধ্য়েই Flipkart-এ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও, এটি Vivo ই-স্টোর এবং সমস্ত ফোনের দোকানে পেয়ে যাবেন। এতে আপনি অনেক অফারও পেয়ে যাবেন।

অফার দেখে নিন…

Vivo Y200e 5G SBI, IDFC, First Bank, Bank of Baroda, Federal Bank, Yes Bank-এর ডেবিট এবং ক্রেডিট কার্ড থেকে 1500 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও ফোনটি EMI-তেও কিনে ফেলতে পারবেন।

স্পেসিফিকেশন ও ফিচার:

Vivo Y200e স্মার্টফোনটিতে একটি 6.67 ইঞ্চি 120Hz আল্ট্রা ভিশন AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটিতে একটি পাঞ্চহোল ক্যামেরা কাটআউট পেয়ে যাবেন। ফোনে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এতে অডিও বুস্টার এবং ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। ফোনটিতে হাই রেজুলেশন ওয়্যার্ড এবং ওয়্যারলেস সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

Vivo Y200e 5G স্মার্টফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রধান ক্যামেরাটি 50MP-এর। এছাড়াও 2MP বোকেহ ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও একটি 16MP পোর্ট্রেট ক্যামেরা সেন্সর পাওয়া যায়। ফোনের সামনে একটি 16MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনটিতে Snapdragon 4 Gen 2 ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি সাপোর্ট। এছাড়াও 44W ফ্ল্যাশ চার্জ পাওয়া যায়। ফোনটিতে 8GB অতিরিক্ত RAM সাপোর্ট রয়েছে। ফোনটি Android 14 ভিত্তিক FuntouchOS 14-এ কাজ করে।