Vivo Y28 লঞ্চ হয়ে গেল ভারতে, 50MP ক্যামেরা মাত্র 13,999 টাকায়

Vivo Y28 ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা। 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা এবং সর্বশেষ অর্থাৎ হাই-এন্ড 8GB RAM ও 128GB মডেলের দাম 16,999 টাকা। ক্রিস্টাল পার্পল ও গ্লিটার অ্যাকোয়া এই দুই কালার অপশনে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা।

Vivo Y28 লঞ্চ হয়ে গেল ভারতে, 50MP ক্যামেরা মাত্র 13,999 টাকায়
এসে গেল সস্তার নতুন ভিভো মোবাইল।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 09, 2024 | 6:11 PM

VIVO ভারতে একটি বাজেট স্মার্টফোন নিয়ে এসেছে। সেই ফোনের নাম Vivo Y28। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020, অত্যন্ত শক্তিশালী একটি 5,000 mAh ব্যাটারি। 6 ইঞ্চিরও বড় HD+ ডিসপ্লে রয়েছে এই হ্যান্ডসেটে। আর এই এত্তসব ফিচার ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 13,999 টাকার বিনিময়ে। এখন এই দামের কাছাকাছি শাওমি ভারতে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে কয়েক দিন আগেই, যার নাম Redmi Note 13 5G। মনে করা হচ্ছে, Vivo Y28 এই Redmi Note 13 5G ফোনের সঙ্গে জোরদার টক্কর দিতে পারবে।

Vivo Y28 ফোনের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম

Vivo Y28 ফোনটি ভারতে নিয়ে আসা হয়েছে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। তাদের মধ্যে 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা। 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা এবং সর্বশেষ অর্থাৎ হাই-এন্ড 8GB RAM ও 128GB মডেলের দাম 16,999 টাকা। ক্রিস্টাল পার্পল ও গ্লিটার অ্যাকোয়া এই দুই কালার অপশনে ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা।

Vivo Y28 ফোনে কী ফিচার্স রয়েছে

Vivo Y28 ফোনে পারফরম্যান্সের জন্য একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসরটি পেয়ার করা থাকছে 8GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। প্রায় সাড়ে ছয় ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

অত্যন্ত শক্তিশালী একটি 5,000 mAH ব্যাটারিও থাকছে ফোনটিতে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বাজেট ফোনটির ক্যামেরা সেটআপও দুর্দান্ত। Vivo Y28 ফোনে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি সেন্সর হিসেবে রয়েছে আর একটি 2MP ক্যামেরা। এছাড়া সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।