
Vodafone Idea-র ঝুলিতে রয়েছে গুচ্ছের রিচার্জ প্ল্যান। টেলিকম অপারেটরটি Jio ও Airtel এর সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে পড়েছে ঠিকই। তবে Vi এর ঝুলিতে রিচার্জ প্ল্যানের বিপুল সম্ভার রয়েছে। তার মধ্যে কোম্পানির ডেটা ভাউচার প্যাকগুলি চমৎকার। 50 টাকার কম খরচের সেরকমই কয়েকটি ডেটা ভাউচার প্যাক সম্পর্কে বিস্তারিত তথ্য আজ আমরা জেনে নেব। প্রসঙ্গত, Vodafone Idea এখনও পর্যন্ত 5G লঞ্চ করেনি। তাই, Vi কাস্টমারদের এখনও 4G ডেটার উপরেই নির্ভরশীল হয়ে থাকতে হবে।
50 টাকার কম খরচে Vodafone Idea-র প্রিপেড ডেটা ভাউচার
Vodafone Idea-র কাছে 50 টাকার কম খরচের একাধিক প্রিপেড ডেটা ভাউচার রয়েছে। তাদের মধ্যে সবথেকে কম খরচের প্ল্যানের জন্য 17 টাকা খরচ করতে হয়। এই ডেটা ভাউচার প্যাকে ভোডাফোন আইডিয়া তার ব্যবহারকারীদের বিনামূল্যে নাইট ডেটা এবং 1 দিনের বৈধতা অফার করে। এই প্ল্যানে আনলিমিটেড ডেটার অফার পাওয়া যায় রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত।
তারপরে রয়েছে 19 টাকার একটি প্ল্যান। 24 ঘণ্টার জন্য সেই প্ল্যানে সর্বসাকুল্যে 1GB ডেটা অফার করা হয়। তার ঠিক পরেই রয়েছে 24 টাকার একটি প্ল্যান। তার ভ্যালিডিটি মাত্র 1 ঘণ্টা। তবে এই প্ল্যানে ইউজাররা ট্রুলি আনলিমিটেড ডেটা পেয়ে যান। অর্থাৎ আপনি এক ঘণ্টার মধ্যে যত-খুশি ডেটা ব্যবহার করতে পারেন।
আপনি যদি অ্যাড-ফ্রি মিউজ়িক পছন্দ করেন, তাহলে আপনার জন্য সেরা হতে পারে 25 টাকার ডেটা ভাউচারটি। এই প্ল্যানে ইউজাররা এক দিনের জন্য 1.1GB ডেটা পেয়ে যাবেন। যদিও প্ল্যানটি রিচার্জ করলে এক সপ্তাহ বা 7 দিনের জন্য Vi অ্যাপ থেকে Hungama Music এর অ্যাড-ফ্রি মিউজ়িকের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।
রয়েছে 29 টাকারও একটি রিচার্জ প্যাক। সেই প্ল্যানটিও একটি নর্মাল ডেটা ভাউচার, যাতে দুই দিনের জন্য 2GB ডেটা অফার করা হয়। এখন আপনার যদি অতিরিক্ত পরিমাণ ডেটার প্রয়োজন হয়, তাহলে 39 টাকার প্ল্যানটিও ব্যবহার করতে পারেন। সেই প্ল্যানে এক সপ্তাহের জন্য 3GB ডেটা অফার করা হয়।
এই প্রাইস ক্যাটেগরির মধ্যে সর্বশেষ প্ল্যানটি হল 49 টাকার প্ল্যান। এতে আপনি মোট 6GB ডেটা পাবেন। তবে প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 24 ঘণ্টা বা 1 দিন।