Vodafone Idea: ফিরে আসার মোক্ষম প্ল্যান, 45 টাকায় 6 মাসের ভ্যালিডিটি দিয়ে Vi-এর বাজিমাত

Vodafone Idea Recharge: 45 টাকার Vi প্ল্যানের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্ল্যানটি বৈধতা, যা 180 দিন। এত কম খরচে প্রায় ছয় মাসের কাছাকাছি ভ্যালিডিটির প্ল্যান এখন Vi ছাড়া Airtel বা Jio কারও কাছেই নেই। কল রিসিভ করা এবং মিসড কল অ্যালার্টের জন্য এই প্ল্যানের জুড়ি মেলা ভার।

Vodafone Idea: ফিরে আসার মোক্ষম প্ল্যান, 45 টাকায় 6 মাসের ভ্যালিডিটি দিয়ে Vi-এর বাজিমাত
ভোডাফোন আইডিয়ার দুর্দান্ত রিচার্জ প্ল্যান।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 08, 2023 | 12:30 PM

Vi Recharge: সময়টা ভাল যাচ্ছে না দেশের এক সময়ের অন্যতম জনপ্রিয় টেলকো Vodafone Idea বা Vi-এর। এখনও পর্যন্ত তারা দেশে 5G রোল আউট করতে পারেনি। এমন পরিস্থিতিতে লাভের গুড় খেয়ে বেরিয়ে যাচ্ছে Jio ও Airtel-এর মতো টেলকো দুটি। তাই, গ্রাহকদের ধরে রাখতে একের পর এক নতুন প্ল্যান নিয়ে আসছে Vi। পাশাপাশি পুরনো একাধিক প্ল্যানও কাটছাঁটও করছে সংস্থাটি। এবার কোম্পানি আরও একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এটি Vodafone Idea-র নতুন ভ্যালু-অ্যাডে প্যাক। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, নতুন প্যাকটি নিয়ে আসা হয়েছে গ্রাহকদের মিসড্ কলের কথা মনে করাতে। ভোডাফোন আইডিয়ার অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে ইউজ়ারদের স্মার্টফোনে মিসড্ কল রিমাইন্ডার চলে যাবে। নতুন Vi Plan-এ জন্য কাস্টমারদের মাত্র 45 টাকা রিচার্জ করতে হবে।

Vodafone Idea-র 45 টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন 45 টাকার রিচার্জ প্ল্যানটি তালিকাভুক্ত করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের Others ট্যাবে রিচার্জ অপশনটি দেখা যাবে। প্ল্যানটি যাঁরা রিচার্জ করবেন, তাঁরা ছয় মাসের জন্য Vi App-এ মিসড্ কল অ্যালার্ট পেয়ে যাবেন। 45 টাকার Vi প্ল্যানের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্ল্যানটি বৈধতা, যা 180 দিন। এত কম খরচে প্রায় ছয় মাসের কাছাকাছি ভ্যালিডিটির প্ল্যান এখন Vi ছাড়া Airtel বা Jio কারও কাছেই নেই। কল রিসিভ করা এবং মিসড কল অ্যালার্টের জন্য এই প্ল্যানের জুড়ি মেলা ভার।

ভোডাফোন আইডিয়া ওয়েবসাইটের Others ট্যাবে আরও একাধিক ভ্যালু অ্যাড প্যাক রয়েছে, যেমন, স্পোর্টস প্যাক, কলার টিউনস, গেমস প্যাক, কনটেস্ট প্যাক, স্টার টক প্যাক-সহ আরও অনেক কিছু। এই প্ল্যানগুলির বেশির ভাগই একটু বেশি দিনের ভ্যালিডিটি অফার করে। প্যাকগুলির আকর্ষণীয় অফারের মধ্যে রয়েছে স্পোর্টস স্কোর, কনটেস্ট, সেলিব্রিটি টকস ইত্যাদির জন্য SMS অ্যালার্ট পাঠানো হয় কাস্টমারদের কাছে। এছাড়াও এই ক্যাটেগরির প্ল্যানগুলিতে গ্রাহকদের STD মিনিট এবং SMS প্যাক অফার করা হয়।

এত কম খরচে রিচার্জ প্ল্যান নিয়ে আসার অর্থ খুব পরিষ্কার। আরও বেশি পরিমাণে ভ্যালু-অ্যাডেড অপশন এবং রিচার্জের ভ্যারাইটি দিয়ে গ্রাহককুলের মন জয় করতেচাইছে ভোডাফোন আইডিয়া। সম্প্রতি Vi আরও একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। পাশাপাশি চমৎকার একটি অফারও নিয়ে এসেছে, যাতে গ্রাহকদের 5GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে অফার করে হবে। 199 টাকা বা তার বেশি খরচের প্ল্যানে তথা ‘মহা রিচার্জে’ এই অফার করা হবে গ্রাহকদের।

এই অফারে 199 টাকা ও 299 টাকার প্ল্যান রিচার্জ করলে কাস্টমাররা 2GB অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। আবার 299 টাকার বেশি খরচের প্ল্যান রিচার্জ করলে 5GB ডেটা বিনামূল্যে পাওয়া যাবে। যে অতিরিক্ত পরিমাণ ডেটার অফার মিলবে, তা বৈধ থাকবে কেবলই তিন দিনের জন্য। তাই, এই অফার হেলায় না হারাতে এখনই রিচার্জ করে নিন।