Vodafone Idea চুপিসাড়ে একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করে দিল। প্ল্যানটি রিচার্জ করতে গ্রাহকদের খরচ করতে হবে মাত্র 181 টাকা। এটি একটি 4G Data Voucher প্ল্যান। একটি অ্যাক্টিভ প্ল্যান থাকলেই তবে এই ডেটা ভাউচার ব্যবহার করে অতিরিক্ত ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। Vi এই প্ল্যানটি তাঁদের জন্যই নিয়ে এসেছে, যাঁদের বেশি পরিমাণে ডেটার প্রয়োজন আছে। Vodafone Idea-র এই 181 টাকার রিচার্জ প্ল্যানে আপনি কতটা ডেটা পাবেন, আর কী অফার রয়েছে, জেনে নিন সব তথ্য।
Vodafone Idea-র 181 টাকার প্ল্যান
বেশিরভাগ ডেটা ভাউচারেই বান্ডল ডেটা অফার করা হয়। এখন Vi তার 181 টাকা ডেটা ভাউচার প্ল্যানে প্রতিদিন গ্রাহকদের 1GB করে ডেটা অফার করা হবে প্ল্যানটিতে। ডেটা ভাউচার প্যাকটির বৈধতা 30 দিন বা এক মাস। অর্থাৎ সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে কাস্টমাররা পেয়ে যাচ্ছেন 30GB ডেটা। তবে প্ল্যানটি ব্যবহার করতে গিয়ে যদি আপনার দৈনিক ডেটার কোটা 1GB ছাড়িয়ে যায়, তাহলে তার পরের দিন আবার ডেটার অফার রিসেট করা হবে।
এই প্ল্যানটি মূলত তাঁদের জন্যই নিয়ে আসা হয়েছে, যাঁদের অ্যাক্টিভ প্ল্যানে ডেটার অফার শেষ হয়ে যায়। তাই আপনি যদি এই 181 টাকার প্ল্যানটি এখন রিচার্জ করেন, তাহলে অনেকটাই 4G ডেটা বেনিফিট পেয়ে যাবেন। কয়েক দিন আগেই Vi আরও দুটি সস্তার প্ল্যান লঞ্চ করেছিল। সেই দুটি প্ল্যানেই গ্রাহকদের ডেটা, আনলিমিটেড কলং এবং SMS অফার করা হয়। প্ল্যান দুটির জন্য গ্রাহকদের যথাক্রমে 289 টাকা ও 429 টাকা খরচ করতে হবে। 78 দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করা হবে প্ল্যান দুটিতে।
Vi 289 টাকার প্রিপেড প্ল্যান
Vi-এর 289 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন আনলিমিটেড কলিং অফার করা হয়। সেই সঙ্গে রয়েছে 4GB ডেটার অফার। সব মিলিয়ে এই প্ল্যানে 600টি SMS-ও পাঠাতে পারেন কাস্টমাররা। প্ল্যানটির ভ্যালিডিটি 48 দিন। এই প্যাক তাঁদের জন্য সেরা হতে পারে, যাঁরা সেকেন্ডারি সিম হিসেবে Vi ব্যবহার করেন। সিম চালু রাখার জন্য এটি একটি চমৎকার প্ল্যান।
Vi 429 টাকার প্রিপেড প্ল্যান
ভোডাফোন আইডিয়ার 429 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং অফার করা হয়। রয়েছে প্রতিদিন 1000টি SMS পাঠানোর অফার। প্ল্যানের ভ্যালিডিটি 78 দিন। লংটার্ম প্ল্যানটি তাঁদের জন্য ভাল হতে পারে যাঁরা গৌণ সিম হিসেবে Vi ব্যবহার করেন।