
Vodafone Idea তার ব্যবহারকারীদের জন্য দুটি চমৎকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই প্রিপেড প্ল্যান দুটির একটি হল সুপার আওয়ার এবং অপরটি সুপার ডে। প্ল্যান দুটির একটির দাম 24 টাকা এবং অপরটির জন্য গ্রাহকদের 49 টাকা খরচ করতে হবে। যে সব গ্রাহকদের একটি বেশি পরিমাণ ডেটার প্রয়োজন খুব অল্প সময়ের বৈধতায় তাঁদের জন্য প্ল্যানটি চমৎকার হতে পারে। যে সব পড়ুয়ারা কলেজ প্রজেক্টের কাজ করছেন, টিভি শো বা ওটিটি কনটেন্ট দেখছেন বা ভিডিয়ো গেম খেলতে-খেলতে ইন্টারনেট ফুরিয়ে গেলে এই ডেটা প্যাকগুলি ব্যাপক কার্যকর হতে পারে। এখন এই প্ল্যান দুটিতে কী-কী অফার রয়েছে, দেখে নেওয়া যাক।
Vi সুপার হাওয়ার প্ল্যান
এই প্ল্যানটি রিচার্জ করতে গ্রাহকদের মাত্র 24 টাকা খরচ করতে হবে। মাত্র এক ঘণ্টার জন্য প্ল্যানটিতে ব্যবহারকারীদের আনলিমিটেড ইন্টারনেটের অ্যাক্সেস দেওয়া হবে। অর্থাৎ Vi ব্যবহারকারীরা যখন প্ল্যানটি রিচার্জ করবেন, তাঁরা এক ঘণ্টার জন্য আনলিমিটেড 4G ডেটা ব্যবহার করতে পারবেন। সেই 1 ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেই আপনার ইন্টারনেটের স্পিড কমে যাবে।
Vi সুপার ডে প্ল্যান
নাম শুনেই বুঝতে পারছেন, এই প্ল্যানের ভ্যালিডিটি 24 ঘণ্টা। যাঁরা প্ল্যানটি রিচার্জ করবেন, তাঁরা মাত্র 49 টাকায় এক দিনের জন্য 6GB হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। এক দিনের মেয়াদ শেষেই ইন্টারনেটের স্পিড কমে যাবে এবং আপনার পুরনো প্ল্যানেই তা ফিরে যাবে।
যদিও এই দুই Vi প্ল্যানে গ্রাহকদের কোনও কলিং বা SMS ভ্যালিডিটি অফার করা হবে না। এগুলি কেবলই ডেটা অ্যাড-অন প্যাক। অর্থাৎ এই প্ল্যানগুলি আপনি তখনই ব্যবহার করতে পারবেন, যখন আপনার ভোডাফোন আইডিয়া নম্বরে কোনও অ্যাক্টিভ প্ল্যান থাকবে।