
Vodafone Idea বা Vi দুটি নতুন রিচার্জ প্যাক নিয়ে হাজির হল। টেলিকম সংস্থাটি এখনও পর্যন্ত দেশে 5G রোলআউট করতে পারেনি। তবে, 4G প্ল্যানেই জোয়ার আনার মরিয়া চেষ্টায় করে যাচ্ছে বেসরকারি টেলিকম সংস্থাটি। বিগত কিছু মাসে দেশে 5G চালু হওয়ার পর থেকে Jio ও Airtel যেখানে তাদের গ্রাহক বাড়িয়েছে, ঠিক সেখানেই Vodafone Idea-র গ্রাহক-সংখ্যা অপেক্ষাকৃত ভাবে কমেছে। গ্রাহক সংখ্যা বাড়াতে বিগত বেশ কিছু মাসে একাধিক সস্তার প্ল্যান নিয়ে হাজির হয়েছে Vi। এবার সংস্থাটি আরও দুটি চমৎকার প্ল্যান লঞ্চ করে দিল। Vodafone Idea-র নতুন দুই প্ল্যানের খরচ যথাক্রমে 368 টাকা এবং 369 টাকা। প্ল্যান দুটিতে কী-কী অফার রয়েছে, দেখে নেওয়া যাক।
Vodafone Idea 368 টাকার প্ল্যান
Vi 368 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন। প্রতিদিন গ্রাহকদের এই প্ল্যানে 2GB করে ডেটা অফার করা হবে। অর্থাৎ সব মিলিয়ে মাসের শেষে প্ল্যানটিতে কাস্টমাররা পেয়ে যাবেন 60GB ডেটা। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে SunNxt অ্যাপ, Binge All Night, উইকেন্ড ডেটা রোলওভার সুবিধা, Vi মুভিজ় অ্যান্ড টিভি সাবস্ক্রিপশন এবং 2GB ডেটা ব্যাকআপ। Binge All Night অফারটি গ্রাহকরা প্রতিদিন রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে পাবেন। সেই অফার দাবি করতে গ্রাহকদের 121249 নম্বরে কল করতে হবে।
Vodafone Idea 369 টাকার প্ল্যান
ভোডাফোন আইডিয়ার এই রিচার্জ প্ল্যানেও গ্রাহকদের 30 দিনের ভ্যালিডিটি অফার করা হবে। যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 2GB করে ডেটা, প্রতিদিন 100টা করে SMS, বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার, SonyLiv-এর ফ্রি অ্যাক্সেস, Vi মুভিজ় অ্যান্ড টিভি অ্যাপ এবং প্রতি মাসে 2GB পর্যন্ত ডেটা ব্যাকআপও ব্যবহার করতে পারবেন।
Vi 368 টাকা ও 369 টাকার প্ল্যানের মধ্যে পার্থক্য কী?
এই দুটি নতুন Vodafone Idea প্ল্যানের খরচের পার্থক্য় হল মাত্র 1 টাকা। এখন আপনি এই 1 টাকা ফারাকে অতিরিক্ত কী অফার পাচ্ছেন, তা হল একটা বড় ব্যাপার। 368 টাকা ও 369 টাকার প্ল্যান দুটির মধ্যে একটাই পার্থক্য রয়েছে। প্রথম প্ল্যানটিতে SunNXT অফার করা হচ্ছে এবং 1 টাকা বেশি খরচে 369 টাকার প্ল্যানে Sony LIV অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা।