Vodafone-Idea-র নতুন চমক, মাত্র 75 টাকায় পাবেন ভরপুর ডেটা
VI Recharge Plan: তবে আপনি যদি এই অতিরিক্ত ডেটার সুবিধা পেতে চান, তাহলে Vi মোবাইল অ্যাপ ব্যবহার করে 75 টাকা রিচার্জ করতে হবে। আর তা এখনকার দিনে মোটেই কঠিন কাজ নয়। অনলাইন পেমেন্টের সাহায্যে পেমেন্ট করলেই এই প্ল্যানটি রিচার্জ হয়ে যাবে।

ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Vodafone-Idea তার ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে। তাতে অতিরিক্ত ইন্টারনেট ডেটার সুবিধা পাওয়া যাবে। এমনকী এই নতুন প্ল্যানের দামও অনেকটাই কম। দাম রাখা হয়েছে 75 টাকা। এই প্ল্যানটি একটি ডেটা অ্যাড অন প্ল্যান। অর্থাৎ ব্যবহারকারীদের রোজের ডেটা শেষ হয়ে গেলে তারা 75 টাকা রিচার্জ করলেই অতিরিক্ত ডেটা পাবেন।
অতিরিক্ত ডেটা পাবেন:
Vodafone-Idea ব্যবহারকারীরা যদি ডেটা রিচার্জ করতে চান, তাহলে তারা 75 টাকার এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন। এই প্ল্যান রিচার্জ করলেই হবে না। তার সঙ্গে ব্যবহারকারীদের একটি মৌলিক প্ল্যান থাকতে হবে। কোনও বেস প্ল্যান ছাড়া, ব্যবহারকারীরা এই প্ল্যানের মাধ্যমে অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে না।
তবে আপনি যদি এই অতিরিক্ত ডেটার সুবিধা পেতে চান, তাহলে Vi মোবাইল অ্যাপ ব্যবহার করে 75 টাকা রিচার্জ করতে হবে। আর তা এখনকার দিনে মোটেই কঠিন কাজ নয়। অনলাইন পেমেন্টের সাহায্যে পেমেন্ট করলেই এই প্ল্যানটি রিচার্জ হয়ে যাবে। Vi-এর অ্যাপ আপনি iOS এবং Android উভয় ফোনেই পেয়ে যাবেন।
75 টাকার প্ল্যানে কী আছে?
Vodafone Idea-এর এই 75 টাকার প্ল্যানটি 7 দিনের জন্য ব্যবহার করতে পারবেন। এতে আপনি 6GB ডেটা পাবেন। ব্যবহারকারীরা যদি Vi মোবাইল অ্যাপের মাধ্যমে এই ডেটা প্ল্যান রিচার্জ করেন, তাহলে আরও 1.5 জিবি অতিরিক্ত ডেটা পাবেন। এর মানে, ব্যবহারকারীরা 75 টাকার প্ল্যানে মোট 7.5 জিবি ডেটা পেয়ে যাবেন।
