Vodafone Prepaid plan: একেবারে জলের দরে! 25 টাকায় ও 55 টাকায় নতুন রিচার্জ প্ল্যান Vodafone Idea-র, কী কী আছে দেখুন
4G Data Only Vouchers: ই প্রিপেইড প্ল্যান দুটির দাম রাখা হয়েছে 25 টাকা এবং 55 টাকা। প্ল্যানটি হল ‘4G ডেটা ওনলি ভাউচার’ (4G data only vouchers) অর্থাৎ 25 ও 55 টাকার প্ল্যান অ্যাক্টিভেট করতে গেলে যেকোনও বেস প্ল্যান অ্যাক্টিভ থাকতে হবে।

Vodafone Idea (vi)-এর তরফে তাদের গ্রাহকদের জন্য দুটি নতুন প্রিপেইড প্ল্যান (Prepaid plan) লঞ্চ করল। এই প্রিপেইড প্ল্যান দুটির দাম রাখা হয়েছে 25 টাকা এবং 55 টাকা। প্ল্যানটি হল ‘4G ডেটা ওনলি ভাউচার’ (4G data only vouchers) অর্থাৎ 25 ও 55 টাকার প্ল্যান অ্যাক্টিভেট করতে গেলে যেকোনও বেস প্ল্যান অ্যাক্টিভ থাকতে হবে। এই দুই রিচার্জ প্ল্যান 4G ডেটা ভাউচার। এছাড়াও চলতি বছরের ডিসেম্বরে 75 টাকার একটি নতুন 4G ডেটা ভাউচার প্যাক লঞ্চ করেছে। এই প্ল্যানে 6GB ডেটা অফার করা হয় সাত দিনের জন্য। তবে এই 75 টাকার ডেটা প্যাকের থেকে নতুন দুটি প্রিপেইড প্ল্যান কিছুটা আলাদা। যদিও এখনও সারা দেশে ভোডাফোনের 5G পরিষেবা শুরু হয়নি। এই কারণেই গ্রাহকরা 4G হাই স্পিড ডেটা পাবেন।
Vodafone Idea-এর 25 টাকার ডেটা ভাউচার প্ল্যান:
গ্রাহকরা ভোডাফোন আইডিয়ার 25 টাকা দামের 4G ডেটা ভাউচার প্ল্যানে মোট 1.1 GB ডেটা পাবেন। এই প্ল্যান শুধুমাত্র 1 দিনের জন্যই বৈধ থাকবে। এছাড়াও ভোডাফোন আইডিয়ার 19 টাকার আরেকটি 4G ডেটা ভাউচার প্যাক রয়েছে যা 1 দিনের জন্য় বৈধ। এটি গ্রাহকদের মোট 1 GB ডেটা অফার করে। ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) তাদের 25 টাকার নতুন ডেটা ভাউচার প্ল্যানটি রিচার্জ করলেই মিউজিক অ্যাকসেস পাওয়া যাবে। সাত দিনের জন্য হাঙ্গামা মিউজিক (Hungama Music) অ্যাপে অ্যাড-ফ্রি মিউজিক শোনার সুবিধা রয়েছে। Vodafone Idea-এর গ্রাহকেরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ভিআই অ্যাপের মাধ্যমে অ্যাড-ফ্রি মিউজিক শুনতে পারবেন। যদি বিজ্ঞাপনহীন মিউজিক সাবস্ক্রিপশন না করতে চান সেক্ষেত্রে রিচার্জ করতে পারেন 4G ডেটা ভাউচার। এই প্ল্যানের ভ্যালিডিটি বা বৈধ্যতা একদিনের।
Vodafone Idea-এর 55 টাকার ডেটা ভাউচার প্ল্যান:
ভোডাফোন আইডিয়ার আরেকটি নতুন ডেটা ভাউচার প্ল্যানের দাম 55 টাকা। এই ডেটা ভাউচারে মোট 3.3 GB ডেটা পাওয়া যাবে। এই ডেটা প্যাকেও অ্যাড-ফ্রি মিউজিক শুনতে পারবেন। অর্থাৎ এই দুটি রাচার্জ প্ল্যানের মধ্যে কোনও একটি রিচার্জ করলেই মিউজিক অ্যাকসেস পাওয়া যাবে। উই হাঙ্গামার সঙ্গে একটি চুক্তি করেছে Vi-Hungama Music। ফলে বিনামূল্যে মিউজিক শুনতে পারবেন। তবে এই 55 টাকার প্ল্যানে এক মাসের জন্য ভিআই (Vi) অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা গান শুনতে পারবেন।
