
Vodafone Idea এখনও তার 5G পরিষেবা চালু করতে পারেনি ভারতে। 4G পরিষেবা নিয়েই এখনো ব্যস্ত রয়েছে বেসরকারি টেলকোটি। সম্প্রতি Vi তাদের জনপ্রিয় দুটি রিচার্জ প্ল্যানে কিছু কাটাছেঁড়া করল। সংস্থার যে প্ল্যান দুটি রিভাইজ় করা হয়েছে, সেই দুটি হল 129 টাকা ও 298 টাকার প্ল্যান। যেহেতু ভোডাফোন এখনও দেশে 5G পরিষেবা চালু করতে পারেনি, বহু ইউজ়ারকে প্রতি মাসে এক প্রকার নিয়ম করে হারাচ্ছে সংস্থাটি। সেই কারণেই কাস্টমারদের আরও আকর্ষিত করতে সংস্থাটি পুরনো প্ল্যানেই আরও অফার দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তারা একটি নতুন প্ল্যানও নিয়ে এসেছে, যার জন্য কাস্টমারদের 181 টাকা খরচ করতে হবে। সেই প্ল্যানে অনেকটাই ডেটা এবং কলিং সুবিধা পেয়ে যাবেন কাস্টমাররা।
129 টাকা ও 298 টাকার প্ল্যান ঢেলে সাজাল Vodafone Idea
Vodafone Idea-র 129 টাকার প্ল্যানে এখন কাস্টমারদের 18 দিনের জন্য আনলিমিটেড কলিং এবং 200MB ডেটা অফার করা হবে। যদিও এই প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে কোনও SMS সুবিধা দেওয়া হবে না। লোকাল SMS-এর জন্য 1 টাকা, STD SMS-এর জন্য 1.5 টাকা এবং ISD মেসেজের জন্য 5 টাকা খরচ করতে হবে কাস্টমারদের।
অন্য দিকে 298 টাকার প্ল্যানে Vodafone Idea-র কাস্টমারদের 50GB ডেটা অফার করা হবে। সেই সঙ্গেই আবার প্ল্যানটি Vi কাস্টমারদের Vi Movies & TV ক্লাসিকের সুবিধা দেওয়া হবে, যেখানে থেকেতাঁরা প্রিমিয়াম মুভিজ়, ওরিজিনালস, খবর, লাইভ টিভি উপভোগ করতে পারবেন 28 দিনের জন্য।
VI-এর 181 টাকার নতুন প্ল্যান
Vodafone Idea সম্প্রতি 181 টাকার একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। সেই প্ল্যানে কাস্টমাররা প্রতিদিন 1GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। প্ল্যানটি 30 দিন বা এক মাসের জন্য বৈধ। সেই দিক থেকে দেখতে গেলে ব্যবহারকারীরা মোট 30GB ডেটা ব্যবহার করতে পারবেন।
এছাড়াও কয়েক দিন আগেই আরও দুটি প্ল্যান নিয়ে হাজির হয়েছিল ভোডাফোন আইডিয়া। তাদের মধ্যে 289 টাকার প্ল্যানে কাস্টমাররা 4GB ডেটা, 600টি করে মেসেজ এবং 48 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন।
আর একটি 429 টাকার প্ল্যান লঞ্চ করা হয়েছিল কয়েক দিন আগে। সেই প্ল্যানের ভ্যালিডিটি 78 দিন, যা কম খরচে প্রায় অনেক দিনেরই। এই প্ল্যানে আপনি প্রতিদিন 1000টি করে SMS পাঠাতে পারবেন। সেই সঙ্গেই আবার রয়েছে 6GB ডেটা, যা আপনি 78 দিনের জন্য ব্যবহার করতে পারবেন।