
দীর্ঘ বেশ কিছু মাস ধরে Vodafone India ভারতে তার হৃত স্থান পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে। প্ল্যান, অফার এবং সর্বোপরি ব্যবসার নিরিখে প্রতিদ্বন্দ্বী দুই বেসরকারি টেলকো Airtel এবং Jio-র কাছে প্রতিযোগিতায় পিছু হটেছে Vi। তার থেকেও বড় কথা হল, Jio এবং Airtel যেখানে তাদের 5G লঞ্চ করতে পেরেছে, সেই জায়গায় Vodafone Idea এখনও পর্যন্ত দেশে তাদের 5G নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের দাবি, 2023 আর্থিক বর্ষের চতুর্থ কোয়ার্টারে বেসরকারি টেলকোটি আরও বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। সেই সব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ফান্ড রেইজ় করা, দেশের সর্বত্র ওয়াই-ফাই কলিং রোল আউট করা এবং 5G লঞ্চ করা। এত সবকিছুর মধ্যেই এবার Vi একটি বাজিমাত করার প্ল্যান নিয়ে হাজির হচ্ছে যার নাম Vi One।
টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, ভোডাফোন আইডিয়ার বান্ডলড্ সার্ভিসের নাম Vi One। এই পরিষেবায় কাস্টমারদের জন্য থাকছে ফাইবার + OTT (ওভার দ্য টপ)। সেই সঙ্গেই আবার থাকতে পারে আরও একাধিক সার্ভিস। এমনকি, Vi এর এন্টারপ্রাইজ ক্লায়েন্টরা তাদের কর্মচারীদের কাছে এই পরিষেবা অফার করতে পারে, যাঁরা দূরবর্তী স্থান থেকে কাজ করছে এবং সংযোগের খরচের জন্য যাঁদের ক্ষতিপূরণ দিতে হয়।
তবে এই পরিষেবা নিয়ে আসার ক্ষেত্রে ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় হবে একজন গ্রাহককে বছরে নিয়মিত 12000 টাকা দিতে রাজি করা, যা সত্যিই অসম্ভব। যদিও এর পাশাপাশি কিছু সস্তার পরিকল্পনাও করে রেখেছে Vodafone Idea। জানা গিয়েছে, এই পরিষেবা তার গ্রাহকদের কাছে 93 দিনের জন্য 2,912 টাকা চার্জ করতে শুরু করবে।
ঠিক এইরকম পরিষেবাই রয়েছে Airtel এর কাছে, যার নাম Airtel Black। এটিও একটি বান্ডলড্ পরিষেবা। মনে করা হচ্ছে, ভোডাফোন আইডিয়াও যেন এয়ারটেলের এই ব্র্যান্ডিং নাম থেকেই অনুপ্রাণিত হয়ে Vi One রাখছে। কারণ, এয়ারটেলের এই ব্র্যান্ডিংয়ের নাম Airtel On। এটি এয়ারটেলের এহেন বান্ডলড্ পরিষেবার ট্রায়াল। এখন প্রশ্ন হল, সত্যিই কি এই বান্ডলড্ পরিষেবা অফার করে ব্যবসায় জোয়ার আনতে পারবে সংস্থাটি?
এখনই এই উত্তরটা দেওয়া খুবই কঠিন হয়ে যাবে। তার কারণ হল ব্যবহারকারীদের ফাইবার ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে Vi বা Vodafone Idea এখনও সেভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এই দিক থেকে দেখতে গেলে Jio এবং Airtel দুই সংস্থাই অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে।