WhatsApp Design Change: অবশেষে নকশা বদলের পথে হাঁটছে WhatsApp, কেমন হবে নতুন ডিজ়াইন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 06, 2023 | 9:15 AM

Android ব্যবহারকারীদের জন্য অ্যাপের নকশা পরিবর্তন করতে চলেছে WhatsApp। এই মেসেজিং অ্যাপের ফিচার্স ট্র্যাকার WABetaInfo-র একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইউজ়ার ইন্টারফেসে একাধিক পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে WhatsApp।

WhatsApp Design Change: অবশেষে নকশা বদলের পথে হাঁটছে WhatsApp, কেমন হবে নতুন ডিজ়াইন?
অবশেষে ইউজ়ার ইন্টারফেস বদলাতে চলেছে হোয়াটসঅ্যাপ।

Follow Us

WhatsApp তার পথচলা শুরু করার সময় থেকে আজ পর্যন্ত তার ডিজ়াইনে সে ভাবে কোনও পরিবর্তন করেনি। এবার সেই কাজটিই করতে চলেছে Meta-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। জানা গিয়েছে, Android ব্যবহারকারীদের জন্য অ্যাপের নকশা পরিবর্তন করতে চলেছে WhatsApp। এই মেসেজিং অ্যাপের ফিচার্স ট্র্যাকার WABetaInfo-র একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইউজ়ার ইন্টারফেসে একাধিক পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে WhatsApp।

WhatsApp-এর ইউজ়ার ইন্টারফেস পরিবর্তন সম্পর্কে WABetaInfo তাদের প্রতিবেদনে উল্লেখ করছে, “বেশ কিছু দিন ধরেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ইন্টারফেসটি পুনরায় ডিজ়াইন করার অনুরোধ জানিয়েছেন। কারণ, তাঁরা মনে করেন যে বর্তমান ইন্টারফেসটি যথেষ্ট পুরনো এবং অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপডেটের পরে তা কোনও দিক থেকেই ইউজ়ার-ফ্রেন্ডলি নয়। ইউজ়াররা আরও আধুনিক পদ্ধতি যোগ করতে বলেছেন, যাতে iOS হোয়াটসঅ্যাপ অ্যাপের মতোই চ্যাট থেকে শুরু করে কল, কমিউনিটি এবং স্টেটাসের মতো বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করা আরও সহজ হয়ে যায়।”

“ইউজ়ারদের এত অনুরোধের ফল হল, Android 2.23.8.4 আপডেটের জন্য WhatsApp Beta-র লেটেস্ট আপডেট। এই আপডেটেই আমরা লক্ষ্য করেছি, হোয়াটসঅ্যাপ অবশেষে তার অ্যাপের ইন্টারফেস বদলাতে কাজ শুরু করেছে। সেখানে নিচের দিকে একটি নেভিগেশন বার দেওয়া হয়েছে।” নতুন WhatsApp ইন্টারফেসে নিচের দিকে একটি নেভিগেশন বার অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। ভবিষ্যতের কোনও আপডেটে অ্যাপের এই নতুন ডিজ়াইনটি যোগ করা হবে।

এদিকে WhatsApp তার ইউজ়ারদের জন্য আরও দুটি ফিচার নিয়ে আসতে চলেছে। তার মধ্যে যে কোনও মেসেজ পাঠিয়ে তা পুনরায় এডিট করার অপশনটি ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। অন্য দিকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজের সময়কাল আগের থেকে আরও বাড়ানো হচ্ছে। এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রে নতুন 15টি সময়কাল যোগ করা হচ্ছে।

Next Article