
WhatsApp জনপ্রিয় তার তাৎক্ষণিক বার্তা প্রেরণের ক্ষমতায়নের জন্য। এহেন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের আরও একটি কারণে জনপ্রিয়তা রয়েছে। তা হল তার আকর্ষণীয় কিছু ফিচার্স। গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতে WhatsApp তার প্ল্যাটফর্মে নিত্যদিন, নিত্য-নতুন ফিচার যোগ করতেই থাকে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে ভিডিয়ো ও অডিও কলের মাধ্যমে প্রতারণার মাত্রা ব্যাপক হারে বেড়েছে। Meta এবার একটি নতুন ফিচার যোগ করেছে তাদের প্ল্যাটফর্মে, যা ব্যবহারকারীদের অটোমেটিক্যালি এই ধরনের কল প্ল্যাটফর্ম থেকে সরাসরি মিউট করতে দেবে। ইনস্টাগ্রামের মেটা চ্যানেলের একটি পোস্ট অনুযায়ী, এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও প্রাইভেট করবে এবং ব্যবহারকারীদের হাতে আরও বেশি করে নিয়ন্ত্রণ তুলে দেবে।
ফিচারটি কিছু সময়ের জন্য বিটা টেস্টিংয়ে ছিল। এখন তার স্টেবল ভার্সনটি iOS এবং Android দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীর ডাউনলোডের জন্যই হাজির হয়েছে। WhatsApp-এর এই ফিচারটি প্রাইভেসি সেটিংস মেনু থেকে সক্রিয় করতে হবে। অজ্ঞাত নম্বর থেকে ফোন এলে অটোমেটিক্যালিই তা ফোন কলগুলিকে সাইলেন্স বা মিউট করে দেবে। আপনার তা ধরারও প্রয়োজন হবে না, ফোন কল এল কি না, তার মালুমও চলবে না।
WhatsApp-এর এই অজ্ঞাত নম্বর থেকে কল এলে তা সাইলেন্স করার ফিচারটি ব্যবহার করতে আপনাকে প্রথমেই নিশ্চিত করতে হবে, ফোনে যেন হোয়াটসঅ্যাপের এক্কেবারে লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করা থাকে। তারপরে পরবর্তী ধাপগুলি এক-এক করে দেখে নিন –
1) হোয়াটসঅ্যাপ খুলুন।
2) উপরের ডান দিকের কর্নারে ‘kebab’ মেনুতে ক্লিক করুন।
3) চলে যান Settings অপশনে।
4) এবার ক্লিক করুন ‘Privacy’-তে।
5) কলস সিলেক্ট করুন।
6) এখানে থেকে ‘Silence Unknown Callers’ অপশনটি সক্রিয় করুন।
এখন প্রায় প্রতি সপ্তাহেই WhatsApp-এ নতুন ফিচার যোগ করা হচ্ছে। কোম্পানিটি সম্প্রতি বিশ্বের বাছাই করা কিছু মার্কেটের জন্য WhatsApp Channel ফিচার যোগ করেছে। তাছাড়াও হোয়াটসঅ্যাপের বহু প্রতীক্ষিত মেসেট পাঠিয়েও তা এডিট করার ফিচারটিও সম্প্রতি যুক্ত হয়েছে।