
Hide Profile Picture: 2022 সালে আরও একটি ফিচার হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে, তা হল অ্যাপে নির্দিষ্ট লোকেদের থেকে প্রোফাইল পিকচার লুকানো যাবে।শুধু অনলাইন স্ট্যাটাস নয়, এখন ব্যবহারকারীরা চাইলে তাঁদের প্রোফাইল পিকচারও লুকিয়ে রাখতে পারবেন। যাঁদের নিজের প্রোফাইল পিকচার দেখতে চান ব্যবহারকারীরা কেবল তাঁদের সেটা দেখাতে পারবেন।

Leaving Group Silently: এখন আপনি কাউকে না জানিয়েই নিঃশব্দে WhatsApp গ্রুপ ছাড়তে পারবেন। আপনি যে গ্রুপ থেকে বেরিয়ে গেলেন সেটা কেবল অ্যাডমিন জানতে পারবেন আর কেউ নয়। আগে গ্রুপের সকলে দেখতে পেত কেউ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলে।

WhatsApp community: এই ফিচারের সাহায্যে স্কুল বা কলেজ বা অফিসের সমস্ত গ্রুপকে এক সঙ্গে রাখা যাবে। এতে মেসেজ পাঠানোর সময় সুবিধা হবে। ফলে সম্পূ্র্ণ বিষয়টি অত্যন্ত অর্গানাইজ ভাবে রাখা যাবে।

Hide Online Status: 2022 সালে লঞ্চ হওয়া WhatsApp-এর নতুন ফিচারে, যদি কেউ চান তাহলে তিনি তাঁর অনলাইন থাকার স্ট্যাটাস আড়াল করতে পারেন বাকি সবার থেকে। আপনি যদি কাউকে না জানাতে চান যে আপনি অনলাইন আছেন, তাহলে সেটা এখন আপনি আড়াল করতে পারবেন। আপনি যাদের দেখাতে চান যে অনলাইন আছেন, এখন খালি তারাই আপনাকে অন দেখতে পাবেন।

View Once: হোয়াটসঅ্যাপে ফোটো এবং ভিডিয়োর জন্য এই ফিচার রয়েছে। কোনও ব্যবহারকারী ফটো বা ভিডিয়ো সেন্ড করলে অপর প্রান্তের ব্যক্তি সেটি একবারই খুলে পড়তে পারবেন। তারপর তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। সেটির স্ক্রিনশটও নিতে পারবেন না। একবার দেখার পর তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।

Message Emoji React: এখন আপনি ফেসবুকের মত WhatsApp-এও রিঅ্যাক্ট করতে পারবেন। অর্থাৎ কোনও চ্যাট বা মেসেজ কেমন লাগল, সেটা ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করে বোঝাতে পারবেন। এর জন্য আলাদা করে মেসেজ লেখার কোনও প্রয়োজন হবে না।

Message Yourself: হোয়াটসঅ্যাপে Message Yourself নামের একটি ফিচার চালু হয়েছে। এর মাধ্যমে আপনি নিজেই নিজেকে মেসেজ পাঠাতে পারবেন। নিজের অ্যাকাউন্ট ব্যবহার করেই। রিমাইন্ডার লিখে রাখা, জরুরি ফর্দ করা, দরকারি কিছু লিখে রাখার জন্য এটি একটি দারুণ ফিচার। অর্থাৎ, এখন আপনি WhatsApp-কেও Notepad হিসেবে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, জরুরি মেসেজকে পিন করেও রাখতে পারবেন।

In chat Polls: কোনও বিষয়ে মতামত নেওয়ার হলে সেই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ভোটে সুবিধা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ইন চ্যাট পোল বা ভোটের মাধ্যমে এখন ব্যবহারকারীরা যে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন সহজেই।