বিরাট বড় পরিবর্তন করল WhatsApp, কাজে লাগাতে পারবেন কেবল এই সব Android ব্যবহারকারীরা

WhatsApp Emoji Keyboard New Design: মেটার মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন রিডিজ়াইনড ইমোজি কিবোর্ড নিয়ে আসছে Android-এর কিছু বিটা পরীক্ষকদের জন্য। এই নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে ইউজাররা কিবোর্ড উপরের দিকে স্ক্রল করতে পারবেন।

বিরাট বড় পরিবর্তন করল WhatsApp, কাজে লাগাতে পারবেন কেবল এই সব Android ব্যবহারকারীরা
পরিবর্তিত হতে চলেছে WhatsApp-এর ইমোজি কিবোর্ড।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 12, 2023 | 4:53 PM

Meta-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp প্রতিনিয়ত গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে আসে। প্রথমত, গ্রাহকের সুরক্ষা এবং দ্বিতীয়ত, নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা আরও মজবুত করতে সদা সচেষ্ট থাকে হোয়াটসঅ্যাপ। এবার মেটার মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন রিডিজ়াইনড ইমোজি কিবোর্ড নিয়ে আসছে Android-এর কিছু বিটা পরীক্ষকদের জন্য। এই নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে ইউজাররা কিবোর্ড উপরের দিকে স্ক্রল করতে পারবেন। WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, তার ফলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ইমোজি কিবোর্ডের একটা বড় এবং প্রশস্ত ভিউ পেয়ে যাবেন।

এদিকে আবার ইমোজি কিবোর্ডের ক্ষেত্রে GIF, স্টিকার এবং অবতার সেকশনের মতো অন্যান্য ট্যাবগুলিকে উপরে প্লেস করা হয়েছে। তবে এই নতুন করে ডিজ়াইন করা ইমোজি কিবোর্ডটি সকল WhatsApp ব্যবহারকারী দেখতে পাবেন না। আপাতত তা কেবল কিছু বিটা পরীক্ষকই দেখতে পাবেন এবং সেটিকে কাজেও লাগাতে পারবেন। আগামী আর কয়েক সপ্তাহের মধ্যেই এটি সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে চলে আসবে বলে জানা গিয়েছে।

গত সপ্তাহে WhatsApp তার ব্যবহারকারীদের জন্য আরও একটি অত্যন্ত জরুরি ফিচার নিয়ে হাজির হয়েছিল। Android এবং iOS দুই মাধ্যমের জন্যই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি হাইডেফিনিশন তথা HD কোয়ালিটির ছবি পাঠানোর বিশেষ বৈশিষ্ট্য যোগ করেছে। এবার থেকে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে কোনও ছবি পাঠাতে তা আর ডকুমেন্ট আকারে পাঠাতে হবে না। সরাসরিই তাঁরা এবার WhatsApp-এ HD কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন।

এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ছবির ডাইমেনশন প্রিজ়ার্ভ করে রাখা যাবে। যদিও খুব সামান্য পরিমাণ কম্প্রেসন অ্যাপ্লাই করা হবে। কারণ, এক্কেবারে হুবহু এক কোয়ালিটির ছবি হোয়াটসঅ্যাপ কেন, কোনও প্ল্যাটফর্মেই পাঠানো সম্ভব নয়। তাতেও ছবির যা কোয়ালিটি থাকবে, কোনও দিক থেকে তা কম্প্রেসড মনে হবে না।

এক্ষেত্রে ডিফল্ট অপশনটি প্রতিটা ছবির ক্ষেত্রেই সবসময় ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’-র হবে। তারপরেও ইউজারদের ভাল ছবির কোয়ালিটির জন্য প্রতিটা ছবির ক্ষেত্রে আলাদা করে HD অপশনটি বেছে নিতে হবে।