১৫ মে-র মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে ‘আপডেটেড পলিসি’, ইউজারদের নতুন নোটিফিকেশন পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ

Sohini chakrabarty |

Mar 07, 2021 | 1:25 PM

২০২০ সালের শেষ থেকেই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির আপডেট নিয়ে প্রচুর জলঘোলা চলছে। এর আগেও ইউজারদের কাছে বিভিন্ন ভাবে নোটিফিকেশন পাঠিয়েছেন কর্তৃপক্ষ।

১৫ মে-র মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে আপডেটেড পলিসি, ইউজারদের নতুন নোটিফিকেশন পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে বদল আসছে, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চরম সমালোচনার  মুখে পড়েছিল এই মেসেজিং অ্যাপ সংস্থা। যদিও এত কিছুর মধ্যেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাঁদের মত পাল্টাননি।

Follow Us

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি আপডেট হচ্ছে। ১৫ মে-র মধ্যে সেই আপডেটেড ভার্সান অ্যাকসেপ্ট করতে হবে ইউজারদের। এই প্রসঙ্গে ফের ইউজারদের নোটিফিকেশন পাঠানো শুরু করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর আগে ইউজারদের বলা হয়েছিল হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির আপডেট ৮ ফেব্রুয়ারির মধ্যে গ্রহণ করতে হবে। যদিও পরে সেই মেয়াদ বাড়িয়ে ১৫ মে করা হয়।

আরও পড়ুন- ‘জিওবুক’ আনতে চলেছে রিলায়েন্স, সাধ্যের মধ্যেই দাম থাকবে এই ল্যাপটপের

২০২০ সালের শেষ থেকেই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির আপডেট নিয়ে প্রচুর জলঘোলা চলছে। এর আগেও ইউজারদের কাছে বিভিন্ন ভাবে নোটিফিকেশন পাঠিয়েছেন কর্তৃপক্ষ। কখনও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হিসেবে, কখনও বা মেসেজ করে। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে বদল আসছে, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চরম সমালোচনার  মুখে পড়েছিল এই মেসেজিং অ্যাপ সংস্থা। যদিও এত কিছুর মধ্যেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাঁদের মত পাল্টাননি।

প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে বদল আসার ফলে ইউজারদের ব্যক্তিগত তথ্য আর গোপন থাকবে না। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে নাকি ফাঁস হয়ে যাবে ইউজারদের ফোন নম্বর, ইমেলের মতো ব্যক্তিগত তথ্য। যদিও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন, ফেসবুক কোনও ভাবেই হোয়াটসঅ্যাপের ইউজারদের ব্যক্তিগত তথ্য পড়তে পারবে না। বরং নতুন প্রাইভেসি পলিসির মাধ্যমে আরও বেশি সুরক্ষিত থাকবে ইউজারদের ব্যক্তিগত তথ্য। পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে ইউজারদের ব্যক্তিগত তথ্য গোপন থাকবে।

Next Article