
WhatsApp তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে নানাবিধ ফিচার নিয়ে হাজির হয়। তবে ইদানিং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার গ্রাহকদের ছবি ও ভিডিয়ো প্রেরণের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি, হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ওরিজিনাল কোয়ালিটির ছবি পাঠানোর ফিচার যোগ করা হয়েছে। আর এখন এসে গেল আরও একটা নতুন বৈশিষ্ট্য। এতদিন পর্যন্ত WhatsApp-এ ব্যবহারকারীরা এক নাগাড়ে 30টার বেশি ছবি বা ভিডিয়ো পাঠাতে পারতেন না। সেই সংখ্যাটাই এবার বাড়িয়ে 30-এর পরিবর্তে 100 করা হচ্ছে। আপডেটটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই যোগ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখনই এই বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবেন।
WhatsApp-এ একসঙ্গে 100টা ছবি বা ভিডিয়ো পাঠাবেন কীভাবে?
এক ক্লিকে WhatsApp-এ 100টা ছবি বা ভিডিয়ো পাঠাতে আপনাকে অ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে। তারপর 30টার বেশি ফাইল (ছবি বা ভিডিয়ো) সিলেক্ট করে আপনাকে চেক করতে হবে, ফিচারটি আদৌ আপনার জন্য এসেছে কি না। এখন যদি দেখা যায় আপনি 30-এর বেশিই ছবি পাঠাতে পারছেন একবারে, তাহলে বুঝতে হবে 100টা ছবিও পাঠাতে পারবেন। অর্থাৎ, ফিচারটি আপনার জন্য চালু করা হয়েছে।
প্রসঙ্গত, WhatsApp-এ এক ক্লিকে 100টা মিডিয়া ফাইল পাঠানোর এই ফিচারটি সর্বপ্রথম পরিলক্ষিত হয় Android 2.23.4.3 আপডেটের জন্য WhatsApp Beta ভার্সনে।
আরও নতুন WhatsApp ফিচার
30-এর পরিবর্তে 100 ছবি-ভিডিয়ো পাঠানোর পাশাপাশিই WhatsApp-এ নতুন কয়েকটা ফিচার এসেছে। সেগুলি একবার দেখে নিন।
1) এবার থেকে WhatsApp ব্যবহারকারীরা 30-এর পরিবর্তে 100টা ছবি এবং ভিডিয়ো পাঠাতে পারবেন।
2) ডকুমেন্ট পাঠানোর সময় এবার ক্যাপশনও যোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।
3) একটা WhatsApp গ্রুপ খুব ভাল করে বর্ণনা করার জন্য গ্রুপের বিষয়বস্তু সম্পর্কে আরও ডিটেলে লেখা যাবে।
4) WhatsApp ব্যবহারকারীরা এবার থেকে পার্সোনালাইজ়ড অবতার তৈরি করতে পারবেন। সেই অবতারগুলিকেই তাঁরা পরবর্তীতে প্রোফাইল ফটো এবং স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাকে সেটিংস থেকে অবতার অপশনে যেতে হবে।
এদিকে WhatsApp আরও একটি নতুন ফিচার যোগ করেছে তাদের প্ল্যাটফর্মে। তার মাধ্যমে কোনও ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট করা যেতে পারে। ব্যাপারটা ঠিক কীরকম? এই ধরুন, আপনার WhatsApp-এ একটা ভয়েস নোট এল। আপনি সেই ভয়েস নোটটিকে ট্রান্সক্রাইব তথা লেখায় রূপান্তরিত করতে পারবেন। তবে এই ফিচারটিও ডেভেলপমেন্টের স্তরে রয়েছে। কেবল গুটিকয়েক Beta Tester-ই এই ফিচার ব্যবহার করতে পারছেন।