AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

X বা টুইটারে এবার ভিডিয়ো কলিং ফিচার আসছে, নিশ্চিত করলেন খোদ সিইও

ভিডিয়ো কলিং ফিচারটি এক্স-এর ডিরেক্ট মেসেজেস (DM) বৈশিষ্ট্যের সঙ্গে একত্রিত হবে, যাতে ব্যবহারকারীরা তাদের ফোন নম্বর শেয়ার না করেই একে অপরকে ভিডিয়ো কল করতে সক্ষম হবে। এই একই রকমের ফিচার চিনের WeChat প্ল্যাটফর্মেও রয়েছে।

X বা টুইটারে এবার ভিডিয়ো কলিং ফিচার আসছে, নিশ্চিত করলেন খোদ সিইও
টুইটারে এবার ভিডিয়ো কল।
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 4:50 PM
Share

X, আগে যার নাম ছিল Twitter একটি নতুন ফিচার পেতে চলেছে। সেটি হল ভিডিয়ো কলিং ফিচার। বহু দিন ধরেই টুইটার বা এক্স প্ল্যাটফর্মের ভিডিয়ো কলিং ফিচার নিয়ে জল্পনা চলছিল। কিন্তু ইলন মাস্ক অধিগ্রহণ করার পরেই সেই ফিচারটি রোলআউট করা হবে বলে মনে করা হচ্ছে। এই ফিচার যে সত্যিই আসছে, সে বিষয়ে নিশ্চিত বার্তা দিয়েছেন X সিইও লিন্ডা ইয়াকার্নো। কোম্পানির সিইও হিসেবে প্রথম সাক্ষাৎকার নেওয়ার দিনই এই ফিচারের ঘোষণা করেছিলেন লিন্ডা।

CNBC-র কাছে লিন্ডা নিশ্চিত বার্তা দিয়ে জানিয়েছিলেন, শীঘ্রই টুইটার থেকে ব্যবহারকারীরা ভিডিয়ো কল করতে পারবেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “খুব শীঘ্রই ফোন নম্বর না দিয়েও আপনি X থেকে ভিডিয়ো কল করতে পারবেন।” এই ভিডিয়ো কল ফিচার দেওয়া আসলে মাস্কের ‘Everything App’ অর্থাৎ সবকিছুর অ্যাপ পরিকল্পনার অংশ।

X ডিজাইনার আন্দ্রেয়া কনওয়ে ভিডিয়ো কলিং ফিচার সম্পর্কে ইঙ্গিত দিয়ে স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি X-এ পোস্ট করেছেন, “শুধুমাত্র X-এ কাউকে কল করার সুযোগ”। ইমোজি দিয়ে এই পোস্টটি করেছেন তিনি। তবে এই ফিচারের বিশদ বিবরণে তিনি জাননি। বৈশিষ্ট্যটি যে কাজ করছে, তা তিনি হাতে-কলমে পরীক্ষা করেও দেখেছেন।

ভিডিয়ো কলিং ফিচারটি এক্স-এর ডিরেক্ট মেসেজেস (DM) বৈশিষ্ট্যের সঙ্গে একত্রিত হবে, যাতে ব্যবহারকারীরা তাদের ফোন নম্বর শেয়ার না করেই একে অপরকে ভিডিয়ো কল করতে সক্ষম হবে। এই একই রকমের ফিচার চিনের WeChat প্ল্যাটফর্মেও রয়েছে। সেই একই ফিচার দিয়ে বিশ্বের অন্যতম ‘Everything App’ হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক্স বা টুইটার।

আগামী কয়েক সপ্তাহের মধ্য়েই ভিডিয়ো কলিং ফিচারটি টুইটারে চলে আসবে বলে জানা গিয়েছে। টুইটারের ভিডিয়ো কলিং ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ের মধ্যে রয়েছে। তাই এই ফিচারের মধ্যে দিয়ে যে আখেরে আর কী-কী সুবিধা মিলতে চলেছে, কীভাবেই বা ফিচারটি ব্যবহার করা যাবে, সেই সব তথ্যগুলি জানা যায়নি। উচ্চ মানের ভিডিয়ো কলিং বৈশিষ্ট্য থাকছে, সেই সঙ্গে স্ক্রিন শেয়ার এবং ভিডিয়ো ও অডিয়ো কলিং চলাকালীন মাইক্রোফোন মিউট/আনমিউট করার মতো অপশনগুলিও থাকবে বলে মনে করা হচ্ছে।