Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিকি কৌশল

ভিকি কৌশল

বলিউড ফাইট মাস্টার শ্যাম কৌশলের বড় ছেলে হলেন ভিকি কৌশল। সে অর্থে ‘স্টারকিড’ না হলেও ছোট থেকেই বলিপাড়ায় ছিল অবাধ যাতায়াত। বাবা চাননি ছেলে বিনোদন দুনিয়ার অংশ হন, তবে ভাগ্যের লিখন কে আটকাতে পারে? ২০২৫ সালে ‘মাসান’ ছবি তাঁর ভাগ্য বদলে দেয়। ২০১৮ সালে নেটফ্লিক্সে ভারতের প্রথম ‘অরিজিনাম ফিল্ম’ ‘লাভ পর স্কোয়ার ফুট’-এও তিনি অভিনয় করেছিলেন। তাঁর জীবনের অন্যতম ব্রেক ২০১৮ সালে ‘রাজ়ি’ ছবিতে অভিনয়। ব্যাপক হিট হয় ছবিটি। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘উরি’, ‘সঞ্জু’, ‘মনমরজ়িয়া’, ‘ডানকি’, ‘সর্দার উধাম’-এর মতো ছবিতে অভিনয় করে মন জয় করে নেন তিনি। ২০২১ সালে বিয়ে করেন ক্যাটরিনা কাইফকে। ক্যাটরিনা তাঁর থেকে বয়সে বড়, কেরিয়ারও বহু দিনের। সে নিয়ে কম কটাক্ষ হয়নি। অনেকেই বলেছিলেন এ বিয়ে টিকবে না। তবে যত দিন যাচ্ছে ততই শক্তিশালী হচ্ছে তাঁদের সম্পর্ক। একই সঙ্গে মজবুত হচ্ছে ভিকির কেরিয়ারও।

Read More