Meta: কাজ না করে উপার্জন ১.৫ কোটি টাকা
মেটার এক প্রাক্তন কর্মী দাবি করলেন,কোনও কাজ না করার জন্যই তিনি বেতন পেয়েছেন। সেই বেতনের অঙ্কটাও বিশাল। ১ বছর কাজ করে তিনি উপার্জন করেছেন ১ লক্ষ ৯০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক দেড় কোটি টাকা!
মেটার এক প্রাক্তন কর্মী দাবি করলেন,কোনও কাজ না করার জন্যই তিনি বেতন পেয়েছেন। সেই বেতনের অঙ্কটাও বিশাল। ১ বছর কাজ করে তিনি উপার্জন করেছেন ১ লক্ষ ৯০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক দেড় কোটি টাকা!। ম্য়াডেলিন মাসাডো নামক মেটার এক প্রাক্তন কর্মী ১ বছর ধরে বেতন পেয়েছেন অফিসে কোনও কাজ না করার জন্য। তাঁকে বলে দেওয়া হয়েছিল, তাঁর একমাত্র কাজ হল কোনও কাজ না করা!। ম্যাডেলিন নামক ওই যুবতী মেটায় মানব সম্পদ বিভাগে নিয়োগকর্তা হিসাবে কাজ করতেন। ২০২১ সালের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান,সংস্থার তরফে নতুন করে কোনও কর্মী নিয়োগ করা হচ্ছিল না। তিনি অফিসে কোনও কাজ না করেই বার্ষিক ১লক্ষ ৯০ হাজার ডলার উপার্জন করেছেন। মেটার কর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণের পদ্ধতি সবথেকে সেরা বলেও উল্লেখ করেন তিনি। কোনও কর্মী নিয়োগ করা না হলেও,রোজ তাদের টিম মিটিং হত বলে জানান। ম্যাডেলিন বলেন,’সবথেকে আশ্চর্যকর বিষয় ছিল,আমরা সারাদিনে প্রচুর মিটিং করতাম। কিন্তু কীসের জন্য এত মিটিং হত? আমরা তো কাউকে নিয়োগ করছিলাম না। শুধুমাত্র এটা শোনার জন্যই মিটিং হত যে অন্য সংস্থারাও নিয়োগ করছে না। যেহেতু আমরা সবাই নতুন ছিলাম,কারোরই নতুন কর্মী নিয়োগ করার অধিকার ছিল না’। সম্প্রতিই মেটার তরফে দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। আর্থিক সঙ্কটের কারণে আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে সংস্থা থেকে,এমনটাই জানানো হয়েছে। ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল,তাও আপাতত বাতিল করে দেওয়া হয়েছে।