Indian Navy Recruitment News: নৌবাহিনীতে প্রায় ১৫০০ চাকরি!
আবেদন করতে ক্লিক করুন joinindiannavy.gov.in। আবেদন করার শেষ তারিখ ১৫ জুন, ২০২৩। মোট শূন্য পদ আছে ১,৩৬৫টি। অগ্নিবীর পদে আবেদন করার জন্য প্রার্থীদের পাস করতে হবে ১০+২ পরীক্ষায়। সেই প্রার্থীদের অঙ্ক এবং পদার্থবিদ্যা থাকতে হবে
ভারতীয় নৌবাহিনীতে দারুণ চাকরির সুযোগ। নিয়োগ করা হবে অগ্নিবীর পদে। আবেদন করতে পারবেন ২৯ মে থেকে। আবেদন করতে ক্লিক করুন joinindiannavy.gov.in। আবেদন করার শেষ তারিখ ১৫ জুন, ২০২৩। মোট শূন্য পদ আছে ১,৩৬৫টি। অগ্নিবীর পদে আবেদন করার জন্য প্রার্থীদের পাস করতে হবে ১০+২ পরীক্ষায়। সেই প্রার্থীদের অঙ্ক এবং পদার্থবিদ্যা থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে জীবনবিদ্যা, কম্পিউটার সাইন্স কিংবা রসায়ন বিষয়ের মধ্যে যেকোনো একটি থাকতে হবে। ইচ্ছুক প্রার্থীদের দুভাবে নির্বাচন করা হবে।প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমে। ১০০ নম্বরের পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে এক নম্বর করে।লিখিত পরীক্ষার পর মেডিকেল পরীক্ষা হবে। এই পরীক্ষা শুধুমাত্র ভারতীয়রাই দিতে পারবেন। পরীক্ষার সময় দেখাতে হবে ‘অবিবাহিত’ হওয়ার শংসাপত্র।