Alipurduar Python Recovery: ১৫ ফুটের পাইথন!

বেশ কয়েকদিন ধরেই আলিপুরদুয়ারের মাদারিহাট এর মেঘনাথ সাহা নগর এলাকায় একটি বিশালাকার বার্মিজ পাইথনের দেখা মিলছিল। কিন্তু দেখা দিয়েই সেটি মিলিয়ে যাচ্ছিল নিমেষের মধ্যে।

| Edited By: Moumita Das

Sep 12, 2023 | 8:18 PM

বেশ কয়েকদিন ধরেই আলিপুরদুয়ারের মাদারিহাট এর মেঘনাথ সাহা নগর এলাকায় একটি বিশালাকার বার্মিজ পাইথনের দেখা মিলছিল। কিন্তু দেখা দিয়েই সেটি মিলিয়ে যাচ্ছিল নিমেষের মধ্যে। বহু চেষ্টা করেও স্থানীয়রা কিছুতেই ধরতে পারছিল না সেটিকে। মঙ্গলবার দুপুরে মাদারিহাটে মেঘনাথ সাহার নগর সংলগ্ন এলাকায় রেললাইনের ধারে ফের দেখা যায় সেই বিশালাকার পাইথনটিকে। এরপরেই খবর যায় বন দপ্তরের কাছে। স্থানীয়দের সহায়তায় বনদপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করতে সক্ষম হন। পাইথনটির দৈর্ঘ্য সাড়ে ১৫ ফুট এবং ওজন ৫৫ কেজি বলে জানিয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণ সংরক্ষক নভোজিৎ দে। উদ্ধার করার পর বার্মিজ পাইথনটির স্বাস্থ্য পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পাইথনটি উদ্ধার হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন মেঘনাথ সাহা নগর এলাকার বাসিন্দারা।এদিন এই পাইথন টিকে দেখতে উৎসুক মানুষের ভীড় জমে।ওজন ৫৫ কেজি।স্বাভাবিক ভাবে কয়েকজন মিলে পাইথন টিকে উঠাতে হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই আলিপুরদুয়ারের মাদারিহাট এর মেঘনাথ সাহা নগর এলাকায় একটি বিশালাকার বার্মিজ পাইথনের দেখা মিলছিল। কিন্তু দেখা দিয়েই সেটি মিলিয়ে যাচ্ছিল নিমেষের মধ্যে। বহু চেষ্টা করেও স্থানীয়রা কিছুতেই ধরতে পারছিল না সেটিকে। মঙ্গলবার দুপুরে মাদারিহাটে মেঘনাথ সাহার নগর সংলগ্ন এলাকায় রেললাইনের ধারে ফের দেখা যায় সেই বিশালাকার পাইথনটিকে। এরপরেই খবর যায় বন দপ্তরের কাছে। স্থানীয়দের সহায়তায় বনদপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করতে সক্ষম হন। পাইথনটির দৈর্ঘ্য সাড়ে ১৫ ফুট এবং ওজন ৫৫ কেজি বলে জানিয়েছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণ সংরক্ষক নভোজিৎ দে। উদ্ধার করার পর বার্মিজ পাইথনটির স্বাস্থ্য পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। পাইথনটি উদ্ধার হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন মেঘনাথ সাহা নগর এলাকার বাসিন্দারা।এদিন এই পাইথন টিকে দেখতে উৎসুক মানুষের ভীড় জমে।ওজন ৫৫ কেজি।স্বাভাবিক ভাবে কয়েকজন মিলে পাইথন টিকে উঠাতে হয়েছে।