Infiltration: আত্মসমর্পণ করলেন ১৬ বাংলাদেশি
ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করলেও, এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ১৬ জন বাংলাদেশি। কারও ভারতে আসা ১৫ বছর আগে, কেউ এসেছেন ১০ বছর আগে। এদেশেই জন্ম হয়েছে তাঁদের শিশু সন্তানদের। মূলত দিল্লি, হরিয়ানা সহ একাধিক রাজ্যের ইটভাটায় দিনমজুরের কাজ করতেন তাঁরা। কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে বলে জানান এই পরিবারগুলি। তাঁদের দাবি, এখন আর সরকার […]
ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করলেও, এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ১৬ জন বাংলাদেশি। কারও ভারতে আসা ১৫ বছর আগে, কেউ এসেছেন ১০ বছর আগে। এদেশেই জন্ম হয়েছে তাঁদের শিশু সন্তানদের। মূলত দিল্লি, হরিয়ানা সহ একাধিক রাজ্যের ইটভাটায় দিনমজুরের কাজ করতেন তাঁরা। কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে বলে জানান এই পরিবারগুলি।
তাঁদের দাবি, এখন আর সরকার তাঁদের থাকতে দিচ্ছে না, ফলে নিজের দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই শুক্রবার তাঁরা কোতোয়ালি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। থানার সামনে জড়ো হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তাঁরা।
নিজেদের মুখেই স্বীকার করেছেন, অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় বলে জানিয়েছেন তাঁরা।
আর কী বললেন তাঁরা? দেখুন ভিডিয়ো।
Published on: Jun 05, 2025 08:05 PM